বলিউডের 5টি যৌনদৃশ্য হয়েছে হাসির খোরাক, দেখুন তো আপনার দেখা নাকি সেই সিনেমাগুলো?



পর্দায় যৌনতা একটা আর্ট। হলিউড থেকে বলিউড সিনেমা, তা প্রমাণিত করেছে বারবার। বলিউডে উত্তেজক যৌনদৃশ্য়ের তালিকা নেহাত কম নয়। সেসব দৃশ্যে রীতিমতো জড়তাহীনভাবে অভিনয় করে বারবার তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু বলিউডে একটা সময় ছিল তখন এসমস্ত দৃশ্য দেখানো ছিল রীতিমতো চ্যালেঞ্জের সমান। ওই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না? খানিকটা তার মতো। সাপও মরবে লাঠিও ভাঙবে না। ফলে দৃশ্য প্রতিস্থাপন করতে গিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে যায়। তবে অতীতে বলিউড এর সমাধানও করেছিল। যখনই চুম্বন দৃশ্যের প্রয়োজন তখনই অভিনেতা-অভিনেত্রীদের মুখের সামনে ফুলের একরাশ তোড়া রাখা হয়। আর যৌনতার দৃশ্য মানেই বন্ধ হয়ে যেত ঘরের দরজা বন্ধ। মেইনস্ট্রিম হিন্দি সিনেমা যৌনতা বলতে ছিল একটাসময় এটুকুই।

পারিবারিক ড্রামা পছন্দ করেন দর্শকেরা। কিন্তু বোল্ড দৃশ্য দেখলেন নাক সিঁটকোন দর্শকেরা। তাই চুমু কিংবা অন্তরঙ্গ দৃশ্য বলিউডে বহুদিন ধরে চলে আসলেও কিছু কিছু ক্ষেত্রে তা হাসির খোরাকে পরিণত হয়েছে দর্শকদের কাছে। আর এমনই কিছু সিনেমার তালিকা নিয়ে আমরা হাজির হয়েছি আজ আপনাদের সামনে। যেগুলো নির্ঘাত আপনাকে হাসতে বাধ্য করবে।

বলিউডে তৈরি ইরোটিক ছবির হাসির দৃশ্যের এক ঝলক রইল আপনাদের জন্য

সেসমস্ত বলিউড সিনেমার উত্তেজনামূলক হাসির দৃশ্যের তালিকা দেখে নিন

A) চিঙ্গারিতে সুস্মিতা সেন ও মিঠুন চক্রবর্তী

কী দেখাতে চেয়েছেন পরিচালক, সেটিই স্পষ্ট হয়নি। সিনেমাটিতে মিস ইউনিভার্সের নগ্ন পিঠে মিঠুনের অতিরঞ্জিত করে দেখানো ছবিটি কোনও উত্তেজনাই তৈরি করতে পারেনি। বিশ্বাস হচ্ছে না? আপনি নিজের চোখেই দেখুন, ছিটেফোঁটাও কিছু খুঁজে পান কিনা দেখুন। 

B) জুলিতে সঞ্জয় কাপুর ও নেহা ধুপিয়া

এই সিনেমাটিতে ভরপুর যৌনতা ছিল। আমাদের অনেককেই ছোটবেলায় এই ছবিটিকে দেখার অনুমতি দেওয়া হয়নি। তবে সত্যিই কি তেমন কোনও দৃশ্য ছিল? কারণ ছবির এক দৃশ্যে নেহা ধুপিয়া বিছানায় শুয়ে আছে। সেখানে রয়েছে একটি গোলাপী কম্বলে (এরকম কম্বল সত্যিই কি কারোর কাছে আছে?) তিনি তাঁর নিতম্ব ঢেকে রেখেছেন সেই কম্বলে। আর তার সারা শরীরে লেখা ‘আই লাভ ইউ’। 

Sanjay Kapoor and Neha Dhupia sex scene in Julie

Credit: timesofindia.indiatimes.com

C) আইয়াতে রানি মুখার্জি এবং পৃথ্বীরাজ

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি৷ তবে ছবির যৌন দৃশ্য সুপার ডুপার হিট হয়৷ কিন্তু তাতে সেভাবে কিছুই প্রদর্শিত হয়নি। রোম্যান্সের সময় রানি ও পৃথ্বীরাজের মুখের অভিব্যক্তি উতরে দিয়েছিল সেই দৃশ্যটি৷ বাকিটা হয়ে উঠেছিল বিরক্তিকর।


D)  হেট স্টোরিতে পাওলি দাম এবং জয় সেনগুপ্ত

ছবিটি বলিউডের অন্যতম খোলামেলা দৃশ্য সাহসিকতার সঙ্গে দেখানোর চেষ্টা হয়েছে। মুভি সিরিজ হিসেবে ছবিটি বানানোর দরকার ছিল না। দ্বিতীয়ত, ছবিতে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন পাওলি৷ ছবিতে একটি সিন ছিল যেখানে সঙ্গম চলাকালীন জয়ের মোবাইল থেকে ডেটা ট্রান্সফার করছেন পাওলি৷ আর এই দৃশ্য তো রীতিমত সব দর্শক মুখস্ত করে রেখেছেন। বিষয়টি অন্যভাবেই হয়তো দেখানো যেত।

E)  ডার্টি পলিটিক্স ওম পুরি এবং মল্লিকা শেরাওয়াত

মল্লিকা শেরাওয়াতের সঙ্গে ওম পুরির যৌন দৃশ্য পর্দা কাঁপিয়েছিল৷ সিনটি নিয়ে সমালোচনাও হয়েছিল প্রচুর। কিন্তু সিনে গ্রিন লাইটের কেন ব্যবহার হয়েছিল স্পষ্ট নয় সেটি। যেটি অসহ্যকর করে তুলেছিল পুরো ব্যাপারটিকে।

Om Puri and Mallika Sherawat

Credit: dailymotion/DirtyPolitics

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন