প্রসেনজিৎ-পল্লবীর মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা! পরকীয়ার জেরে প্রথম স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে মুম্বইয়ে দ্বিতীয় সংসার পাতেন বিশ্বজিৎ!



টলিউড ও বলিউডের একসময়ের জনপ্রিয় নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে চেনেন না, এমন মানুষ কমই আছেন। তিনি শুধু বড়পর্দার নায়ক নন, আজকের টলিউডের “ইন্ডাস্ট্রি” খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা। অভিনয়ের মঞ্চ থেকে শুরু করে সিনেমা—সব জায়গাতেই ছিল তাঁর দাপট।

তবে তাঁর জীবনের গল্প শুধু রূপালি পর্দার মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবনও ছিল একেবারে সিনেমার মতো নাটকীয়। একসময় রক্ষণশীল মামা বাড়ি ছেড়ে অভিনয়ের টানে পা বাড়ান তিনি। ৪০-৫০-এর দশকে সিনেমায় অভিনয়কে অনেকেই ভালো চোখে দেখতেন না, কিন্তু নাটকের মঞ্চে পা রাখা থেকেই তাঁর অভিনয়ের প্রেম শুরু।

মুম্বইয়ে কাজের সূত্রে গিয়ে বদলে যায় জীবনের ধারা। প্রথম স্ত্রীকে ছেড়ে ইরা নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে বিয়ে করেন তাঁকে, গড়ে ওঠে দ্বিতীয় সংসার। কলকাতায় তখন এই খবর মেনে নিতে পারেনি অনেকে, সমালোচনাও কম হয়নি।

প্রথম পক্ষের মেয়ে পল্লবী চট্টোপাধ্যায় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাবার সিদ্ধান্তে তাঁর মন খারাপ হলেও রাগ ছিল না। ছোটবেলায় বাবা এতটাই ব্যস্ত থাকতেন যে দেখা করার সুযোগই কম মিলত। ১৪ ডিসেম্বর, বাবার জন্মদিনে মুম্বইয়ে গিয়ে সেলিব্রেশন করার অভ্যাসও দ্বিতীয় বিয়ের পর থেমে যায়।

তবুও পল্লবীর মনে বাবার প্রতি কোনো ক্ষোভ নেই। সৎ মা ইরা বা সৎ বোনের প্রতিও নেই হিংসে। বরং সবকিছু মেনে নিয়েই বড় হয়েছেন তিনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জীবনের এই অধ্যায় আজও অনেকের কাছে চমকপ্রদ গল্পের মতো শোনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন