দেশীয় চলচ্চিত্রের নতুন মুখ মারিয়া চৌধুরীর অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ”অবলা নারী-ওয়াও বেবি ওয়াও” এর শুটিং শুরু হয়েছে। ১৬ মার্চ সকাল থেকে কক্সবাজারে শুটিং শুরু হয়।
এ প্রসঙ্গে মারিয়া বলেন, ”গতকালই আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি শুটিং এর জন্য। আজ থেকে শুটিং শুরু হয়েছে। আর এর মধ্য দিয়েই চলচ্চিত্রে আমার যাত্রা শুরু হলো। আমি আশাবাদী এই ছবিটির মধ্য দিয়ে আমি দর্শকদের মন জয় করে চলচ্চিত্রে স্থায়ী আসন করে নিতে পারবো।” সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন মারিয়া।প্রতিবাদী নারীদের নিয়ে নির্মিত এ ছবিতে মারিয়া চৌধুরী ছাড়াও আরো অভিনয় করছেন মিশা সওদাগর, ডিজে সোহেল, ডন, ড্যানীরাজ, ওমরসানী তানিয়া বৃষ্টি, তুর্কি ইমরান, শ্রাবণ খানসহ আরো অনেকে। সূত্র : ওয়েবসাইট
মারিয়ার ভিডিওটি নিচে দেখুন….
Tags
Entertainment
