
ওরাল সেক্স করতে ভালোবাসেন? কিন্তু ওরাল সেক্স করার সময় কিছু কিছু বিষয় মাথায় না রাখলে পুরো মজাই কিন্তু মাটি। কিন্তু কি কি বিষয় মাথায় রাখবেন সঙ্গীকে ওরাল সেক্সের মাধ্যমে প্লেজার দেওয়ার ক্ষেত্রে? জেনে নিন এই 7 বিষয়।
2 of 8



পরিষ্কার পরিচ্ছন্নতা
ওরাল সেক্সের সময় সব থেকে আগে মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটি। পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু মজা নেয়। তাই সঙ্গী ও আপনার গোপন অঙ্গ যেন পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন ওরাল সেক্সের আগে জল দিয়ে অন্তত পরিষ্কার করা জরুরী। প্রয়োজনে ইন্টিমেট ক্লিনার ব্যবহার করুন। গোপনাঙ্গ পরিষ্কার না হলে কিন্তু ওরাল সেক্সের মজাই নষ্ট। সেক্ষেত্রে আপনার সঙ্গীর ও কিন্তু অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে ওরাল সেক্স।3 of 8



পিউবিক হেয়ার
অনেক সময় পিউবিক হেয়ার ওরাল সেক্সের ক্ষেত্রে অন্যতম অসুবিধার কারণ হয়ে ওঠে অনেকেই গোপনাঙ্গে পিউবিক হেয়ার একদম পছন্দ করেন না তবে পিউবিক কেয়ার বারবার শেভ করলেও আরেক ধরনের অসুবিধা সম্মুখীন হতে হয়। নিয়মিত সেভ করলে ঘষা লাগার সম্ভাবনা থাকে। যা ওরাল সেক্সের সময় অসুবিধা এবং বিরক্তি কারণ হয়ে উঠতে পারে। এর ফলে যৌন সংবেদনশীলতা কমে আসে অনেক সময়। তাই সঙ্গীর পছন্দ মাথায় রেখেই পিউবিক হেয়ারের যত্ন নিন।4 of 8



সঙ্গীর চাহিদা মাথায় রাখুন
সেক্সের ক্ষেত্রে নিজের চাহিদার পাশাপাশি সঙ্গীর চাহিদা কিন্তু মাথায় রাখা খুবই জরুরী। সেক্স কিন্তু শুধুমাত্র নিজের চাহিদা পূরণের জন্য নয়। এক্ষেত্রে সঙ্গীর ইচ্ছা-অনিচ্ছাকেও দাম দিন। তিনি যদি ওরাল সেক্স বা বিশেষ কোন ধরনের ওরাল সেক্সের ক্ষেত্রে স্বচ্ছন্দ বোধ না করেন তাহলে তার মতামতকে গুরুত্ব দিন। নাহলে কিন্তু ওরাল সেক্সের মজাই নষ্ট। তাই সঙ্গীর চাহিদার খেয়াল রাখার দায়িত্ব কিন্তু আপনারই।5 of 8



মেতে উঠুন খেলায়
শুধুমাত্র ওরাল সেক্সের মাধ্যমেও কিন্তু চাইলেই ঝড় তুলতে পারেন বিছানায়। সে ক্ষেত্রে আপনি এবং আপনার সঙ্গে যদি স্বচ্ছন্দ বোধ করেন তাহলে ওরাল সেক্স কিন্তু অনেক ভাবেই করা যেতে পারে। ওরাল সেক্সে প্লেজার দিতে দাঁত, জিভ এবং হাতের ব্যবহার করুন। বিশেষ করে আপনার টার্গেট হোক সঙ্গীর গোপনাঙ্গ। আরো স্পাইসি করে তুলতে চাইলে ব্যবহার করতে পারলে বরফ বা চকলেটও। তবে খেয়াল রাখবেন এই সমস্ত কিছুতে যেন কোনভাবে আপনার সঙ্গী ব্যথা না অনুভব করে ও অস্বস্তি বোধ না করে।6 of 8



স্লো বাট স্টেডি
ওরাল সেক্সের ব্যাপারে একদমই তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করলে পুরো মজাই নষ্ট। ফোরপ্লের ক্ষেত্রে একসাথে কাজে লাগান আপনার হাত ও ঠোঁটকে। আলতো হাতে হাত বোলান গোপনাঙ্গে।
7 of 8



সেক্সুয়াল ট্রান্সমিটেড সংক্রমণ বা যৌন অসুখ
এক্ষেত্রে প্রথমেই জানতে হবে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস কি এবং কিভাবে এগুলি হয়। ওরাল সেক্স বা মুখমেহনের ফলে কিছু যৌন রোগ একজনে শরীর থেকে অন্য জনের দেহে সঞ্চারিত হতে পারে। সব থেকে বেশি সম্ভাবনা থাকে এইচআইভি সংক্রমণের। এইচআইভি ছাড়াও ওরাল সেক্সের ফলে হারপিস সিফিলিস গনোরিয়ার মত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস-ও হতে পারে। যার প্রভাব কিন্তু পরতে পারে স্বাস্থ্যে। তাই এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরী।8 of 8



কী কী সতর্কতা অবলম্বন করবেন
শুধুমাত্র যৌন মিলন নয় ওরাল সেক্স বা মুখমেহনের সময়ও কনডম ব্যবহার করুন। এছাড়াও এক ধরনের ল্যাটেক্স পাওয়া যায় যা একটি পাতলা আস্তরণের উপর লাগানো থাকে। একে বলে ডেন্টাল ড্যাম। এটি যোনি ছিদ্র বা পায়ুছিদ্রতে লাগানো যায়। মুখ ও যোনির মধ্যে একটি ব্যবধানের সৃষ্টি করতে সাহায্য করে এই ডেন্টাল ড্যাম। এর ফলে সেক্সুয়াল ট্রান্সমিটেড সংক্রমণ বা যৌন অসুখগুলি ছড়াতে পারে না।
Tags
Entertainment