সম্মতি ছাড়া করা যাবে না স্পর্শ বা আলিঙ্গন, ‘উষ্ণ বিছানা’ ভাড়া দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার তরুণীর!



বিছানার অর্ধেক ভাড়া দিয়ে হাজার হাজার ডলার কামান কানাডার এক তরুণী। ৩৭ বছর বয়সি মনিক জেরেমিয়া সম্প্রতি সমাজমাধ্যমে বাড়তি উপার্জনের এমন একটি কৌশলের কথা ভাগ করে নিয়েছেন। মনিকার শোয়ার ঘরের বিছানা ভাড়া দেওয়ার অদ্ভুত পরামর্শটি সমাজমাধ্যমে ঝ়়ড় তুলেছে। অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই উপার্জন কৌশলটি। ভাইরাল হয়েছে তাঁর এই ভ়িডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি কলকাতা প্রতিদিন।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড অতিমারির সময় লকডাউনে আর্থিক কষ্ট এবং নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মনিকাকে। সেই সময়েই সঙ্গীর সঙ্গে বিচ্ছেদও হয় তাঁর। আয় কমে যাওয়ায় আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয়। সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য মাথা খাটিয়ে বিকল্প রোজগারের বিষয়টি বার করেন তিনি। বাধ্য হয়েই তরুণী এই অস্বাভাবিক বিকল্পের রাস্তায় হাঁটেন বলেন দাবি করেছেন। তিনি জানান, ফ্ল্যাটের ভাড়া মেটাতে সমস্যা হওয়ায় বিছানার অর্ধেক ভাড়া দেওয়ার পরিকল্পনা করেন। অনলাইনে সামান্য দরে ভাগ করে নেওয়া বিছানার ব্যবস্থার বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনক ভাবে এই প্রস্তাবটিতে অনেকেই আগ্রহ দেখান। ধীরে ধীরে তাঁর এই উষ্ণ বিছানার ধারণাটি পরিচিতি লাভ করে। পরবর্তী কালে মনিকা মাসে মাসে ৫০ হাজার ডলার আয় করতে শুরু করেন। এই টাকাই তাঁকে সেই সময় আর্থিক নিরাপত্তা ও স্বস্তি দিয়েছিল।

বিছানা ভাগ করে নিলেও মনিকা কিছু কঠোর শর্ত আরোপ করেছিলেন তাঁর গ্রাহকদের জন্য। যেমন আলিঙ্গন বা স্পর্শের মতো শারীরিক সংযোগের অনুমোদন তখনই পাওয়া যাবে যখন পারস্পরিক সম্মতি থাকবে। কানাডার মতো দেশে খরচ চালানো বেশ কঠিন। জীবনযাত্রার ব্যয় ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রধান শহরগুলিতে খরচ চালানো কম আয়ের পরিবার বা ব্যক্তিদের পক্ষে কষ্টসাধ্য হয়ে উঠেছে। ব্যয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাসিন্দারা নিজেদের টিকিয়ে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করছেন। যদিও ‘হট বেডিং’ বা উষ্ণ বিছানার ধারণা নিয়ে নেটাগরিদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। গোপনীয়তা এবং সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন