শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে প্রভাসের নতুন হরর–কমেডি ছবি ‘দ্য রাজা সাব’। আর মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি রুপি অতিক্রম করেছে এই ছবিটি!
স্যাকনিল্ক ডটকমের তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিনেই বিদেশি বাজার থেকে ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। এছাড়া ভারতের আয় ৫৪ কোটি রুপির সাথে ভারতের অন্যান্য ভাষা জুড়ে ৪৫ কোটি রুপি আয়ের পাশাপাশি এবং প্রিমিয়ারের সময় ৯.১৫ কোটি আয় করে মোট সংগ্রহ ১০০ কোটির ঘর ছাড়িয়েছে।
৮ জানুয়ারির প্রিভিউসহ প্রথম দিনের এই সাফল্য প্রমাণ করে, প্রভাসের স্টারডম এখনো অটুট। তবে এই অর্জন সত্ত্বেও ছবিটি প্রভাসের আগের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর প্রথম দিনের রেকর্ড থেকে অনেকটাই পিছিয়ে। ২০২৪ সালে মুক্তি পাওয়া সেই ছবি প্রথম দিনেই বিশ্বব্যাপী আয় করেছিল প্রায় ১৯১ কোটি রুপি।
এদিকে ‘দ্য রাজা সাব’ ছবিটির বক্স অফিস আয় ঘিরে যখন সব দিকে আলোচনা চলছে, ঠিক তখনই ছবিটির মুক্তি ঘিরে ভারতজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কিছুদিন আগেই প্রভাসের কিছু ভক্ত থিয়েটারে কিছু কুমির নিয়ে ঢুকে পড়ে। তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু সিনেমায় কুমিরের সঙ্গে প্রভাসের লড়াইয়ের দৃশ্য আছে তাই তারা এই কাজ করেছিলেন। যদিও জ্যান্ত কুমির নয়, তারা এসেছিলেন কুমিরের ডামি নিয়ে।
সেই পর্ব মিটতে না মিটতেই ‘দ্য রাজা সাব’ ছবিটি চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে আগুন জ্বালিয়ে উল্লাসে মাতলেন প্রভাসের একদল ভক্ত। নজিরবিহীন এমন ঘটনার সাক্ষী ওড়িশার একটি প্রেক্ষাগৃহ। এই ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মনে। প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে, প্রেক্ষাগৃহের ভিতরে আগুন জ্বালিয়ে ভক্তদের উল্লাস কতটা সমর্থনযোগ্য? সিনেমা হল ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ দর্শকদের জীবনও তো বিপন্ন হতে পারত?
অঘটনের ঝলক ইতিমধ্যেই ভাইরাল। দেখা গেছে, পর্দা জুড়ে যখনই প্রভাস এসেছেন তখনই উল্লাস তীব্র থেকে তীব্রতর হয়েছে। পর্দার সামনে একদল সমর্থক জড়ো হয়ে উল্লাসে মেতেছেন। তারা কাগজের টুকরোয় আগুন ধরিয়ে সেই আগুন ঘিরে নেচেছেন। গলা ফাটিয়ে প্রভাসের নামে ধ্বনি দিয়েছেন। সেই ঝলক দেখে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। নেট নাগরিকেরা প্রভাস-অনুরাগীদের এই আচরণের কট্টর সমালোচনা করেছেন।
তাদের মতে, “প্রকৃত অনুরাগীরা কখনও নায়কের প্রতি ভালবাসা দেখাতে গিয়ে অন্যের ক্ষতি করবেন না। এরা বুঝতে পারছেন না, আদতে এরা প্রভাসকেই কলঙ্কিত করছেন, যা একেবারেই কাম্য নয়। এই ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ হোক।”- ফ্রি প্রেস জার্নাল
