
@ sohinisarkar01/ Instagram
বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বারবার নজর কেড়েছেন সোহিনী। এবার হট আর বোল্ড লুকে নেটিজেনদের ঘুম কাড়লেন অভিনেত্রী সোহিনী সরকার।
2 of 8



@ sohinisarkar01/ Instagram
সোহিনী ও হটনেস
বাংলা সিনে জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেত্রী সোহিনী সরকার। ট্র্যাডিশানাল থেকে মর্ডান - সব লুকেই যে তিনি অনবদ্য তা প্রকাশ পেয়েছে বারবার। এবার এক ফটোশুটের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেটিজেনদের ঘুম কাড়লেন তিনি।3 of 8



@ sohinisarkar01/ Instagram
বোল্ড লুক
সম্পূর্ণ অনাবৃত ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন একগুচ্ছ ফুলের মালা দিয়ে। চোখের গাঢ় কাজল ও চাহনিতে যেন সম্মোহনের হাতছানি। সঙ্গে পরনে রয়েছে লাল ঘাগড়া, লম্বা বিনুনির সাথেও জড়ানো রয়েছে ফুলের মালা।
4 of 8



@ sohinisarkar01/ Instagram
প্রশংসা ও ট্রোল
এই অনবদ্য বোল্ড লুকের জন্য যেমন একদিকে প্রশংসিত হয়েছেন সোহিনী। অন্যদিকে চূড়ান্ত ট্রোলও হতে হয়েছে অভিনেত্রীকে। অনেকেই বলেছেন অভিনেত্রীর এই রূপের পেছনে উর্ফি জাভেদের হাত নেয় তো?5 of 8



@ Aaj Tak Bangla
শোভনীয় নীরবতা
বেশ কিছুদিন ধরেই টলি পাড়ায় গুঞ্জন গায়ক শোভন চট্টোপাধ্যায়ে মন মজেছে সোহিনীর। যদিও এ ব্যাপারে একদম নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই যুগলে বিদেশে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন।6 of 8



@ sohinisarkar01/ Instagram
সাবধানী নাকি সচেতন?
এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন একদমই কোনো রাখঢাক করেননি অভিনেত্রী। ঘুরতে যাওয়া থেকে লিভ ইন - সবই করেছেন প্রকাশ্যে। তবে এবার অভিনেত্রী একটু সাবধানী নাকি ছয় বছরের ছোট প্রেমিকে এখনও ভরসা নেয় তা বোঝা যাচ্ছে না।7 of 8



@ theaadition/ Instagram
প্রেমের ধর্ম...
যুগলে এবছর সরস্বতী পুজোও একসাথে কাটিয়েছেন। শোভন তাঁদের একটি সরস্বতী পুজোর ছবি পোস্ট করেও তড়িঘড়ি ডিলিট করে দেন। শোনা যাচ্ছে, এখনই নিজেদের সম্পর্কের কথা লোকসমক্ষে আনতে নারাজ অভিনেত্রী, তাই তিনিই শোভনকে ছবি ডিলিট করতে বলেন।8 of 8



@ celebrity_hub987/ Instagram
শোভন
সোহিনীর আগেও গায়িকা ইমন চক্রবর্তী ও অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন শোভন। বারবার সম্পর্কে জড়ানো ও ভেঙে যাওয়ার ফলে ক্যাসানোভা তকমা লেগেছে শোভনের গায়েও। সেই কারণেই কি তবে শোভনে ভরসা করতে অক্ষম সোহিনী?
Tags
Entertainment