ছবি-ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করায় ক্ষুব্ধ অভিনেত্রী প্রভা



বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার সোশ্যাল মিডিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। দীর্ঘ দেড় যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করা এ অভিনেত্রী অভিযোগ করেছেন, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি ও ভিডিও বিজ্ঞাপনে ব্যবহার করছে।


গত মঙ্গলবার (১৯ আগস্ট) ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় প্রভা জানান, তিনি কখনো ওই প্রতিষ্ঠানের কোনো সার্ভিস নেননি এবং তাদের সঙ্গে কোনো সম্পর্কও নেই। তবুও তার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে ব্র্যান্ডিং করা হচ্ছে, যা তিনি সম্পূর্ণ অনৈতিক বলে উল্লেখ করেন।


প্রতিষ্ঠানটিকে উদ্দেশ্য করে প্রভা বলেন, “আমার অনুমতি ছাড়া কেন আমার ছবি-ভিডিও ব্যবহার করছেন? এটা আমি কোনোভাবেই মেনে নেব না।” একইসঙ্গে তিনি আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।


২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সাদিয়া জাহান প্রভা। এরপর একের পর এক নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। বর্তমানে অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন