শরীরে নেই সুতোর লেশমাত্র! বই দিয়ে গো/প/না/ঙ্গ ঢেকে সামনে এলেন ‘তিতলি’ ওরফে মধুপ্রিয়া চৌধুরী

  



শরীরে নেই সুতোর লেশমাত্র! বই থেকে গোপনাঙ্গ ঢেকে সামনে এলেন ‘তিতলি’ ওরফে মধুপ্রিয়া চৌধুরী। স্টার জলসার এই নায়িকা প্রশিক্ষণ না নিয়ে প্লেন চালিয়ে বিরল নজির গড়েছিলেন ছোটপর্দায়, সেই নিয়ে ট্রোলিংও কম হয়নি। তবে এবার একদম অন্যকারণে তোপের মুখে মধুপ্রিয়া ওরফে তিতলি। অভিনেত্রীর সুপারবোল্ড ছবি দেখে কার্যত ঘুম উড়েছে নেটপাড়ার। সম্প্রতি তিতলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করা সেই ছবিটি অবশ্য ফিল্টার যোগ করা। ছবিতে দেখা গেল বাথটবের উপর বই হাতে বসে রয়েছেন মধুপ্রিয়া। হাঁটু মোড়া, দু-হাতে বই ধরে রয়েছেন, বইয়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে স্তনযুগল। তবে এই ছবিতে ফটোশপের মাধ্যমে 'পেন্টিং' ফিল্টার যোগ করেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘কোথাউ কোনও জ্যাক ডসন নেই আমাকে আঁকার জন্য?’

জেমস ক্যামেরনের কালজয়ী ছবি ‘টাইটানিক’-এর নায়ক চরিত্র জ্যাক ডসন। যে ভূমিকায় দেখা গিয়েছিল লিওনার্দো দি ক্যাপ্রিও-কে। প্রেমিক রোজের (কেট উইনস্লেট) ছবি এঁকেছিলেন তিনি। গলায় কেবলমাত্র ‘হার্ট অফ দ্য ওসান’ লকেট পরে পোজ দিয়েছিলেন রোজ, এবং নিজের হাতের জাদুতে সেই চারকোল স্কেচ সাদা ক্যানভাসে ফুটিয়ে তুলেছিল জ্যাক, সেই প্রসঙ্গেই এখানে টেনে এনেছেন মধুপ্রিয়া।

ইনস্টায় মধুপ্রিয়ার এই ছবি ভাইরাল। ট্রোলাররা কটাক্ষ করতেও ছাড়েননি অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘বইটা সরিয়ে দাও তাহলেই অনেক জ্যাক চলে আসবে’। কেউ লিখেছেন, ‘আমাদের তিতলি এবার পর্নস্টার হবে’। অপর এক নেটিজেন লেখেন- ‘তিতলির আর কিছু বাকি আছে?… কিছুই তো পরে নেই'।

ট্রোলের শিকার মধুপ্রিয়া
ট্রোলের শিকার মধুপ্রিয়া

গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক বোল্ড ছবি শেয়ার করে চলেছেন মধুপ্রিয়া, সমালোচকরা যাই বলুক না কেন অভিনেত্রীর এই বদলে যাওয়া অবতার দেখে মুগ্ধ ফ্যানেরা।

‘তিতলি’র শ্যুটিং শেষ হওয়ার পর আচমকা ওজন বেড়েছিল মধুপ্রিয়ার, সেই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছিলেন তিনি। তবে ভোল বদলে ফের নজর কাড়ছেন তিনি। এই মুহূর্তে স্টার জলসার ‘সাহেবের চিঠি’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।





Bengali Television      Bengali Actress      Entertainment News

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন