ওয়াশরুম ভিডিও’ আবারও ভাইরাল



বিশ্বের সবচেয়ে আলোচিত ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে গত অক্টোবরের শেষ দিকে তিনি থাইল্যান্ডে পৌঁছান।

তবে মূল প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আবারও পুরোনো বিতর্কে জড়িয়ে পড়েছেন এই মডেল। বহু বছর আগের একটি বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ সম্প্রতি অনলাইনে নতুন করে ঘুরে বেড়াতে শুরু করলে তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় মিথিলাকে।

সম্প্রতি লাইভে এসে তিনি ভিডিওটি সম্পর্কে বক্তব্য দেন। মিথিলা জানান, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর আগের, যখন তারা সবাই খুব ছোট ছিলেন। তখনকার প্রেক্ষাপটে ঘটনাটি একটি প্র্যাঙ্ক ভিডিও হিসেবেই করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

ভিডিওটি নিয়ে মিথিলা বলেন, “যখন ঘটনাটা ঘটেছিল, আমরা ছোট ছিলাম। ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে বললো আমি নাকি সেক্সুয়ালি হ্যারাস করেছি। কিন্তু সত্য হলো—যে বন্ধু ওয়াশরুমে ছিল, সে আমাদেরই ঘনিষ্ঠ বন্ধু ছিল। জিনিসটাকে আমরা প্র্যাঙ্ক হিসেবে দেখিয়েছিলাম।”

তিনি আরও বলেন, “আমি শুধু ওখানে ছিলাম, কিন্তু আমাকে পুরো দোষ দেওয়া হয়। আমি বহুবার ফেসবুকে বলেছি—আমাকে ক্ষমা করে দেবেন। তখন ছোট ছিলাম, বুঝিনি, বোকামি করেছি।”

নেটিজেনদের উদ্দেশে মিথিলা কষ্ট প্রকাশ করে বলেন, “৭–৮ বছরের পুরোনো ভিডিও দিয়ে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করছেন। এতে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ফলাফলেও প্রভাব পড়তে পারে। নেগেটিভ প্রচারণা করলে আমাকে জেতার সুযোগ কমে যাবে।”

মিস ইউনিভার্সের মূল মঞ্চে ওঠার আগে এমন বিতর্কে মিথিলা বেশ বিব্রত হলেও, তিনি আশা করছেন—নেটিজেনরা তাকে নতুনভাবে দেখবেন এবং দেশের প্রতিনিধি হিসেবে তার পাশে দাঁড়াবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন