
পপুলার মডেল হিসাবেই সকলের কাছে পরিচিত অঙ্কিতা দাভা। তবে এখন তাঁর কেরিয়ার শুধুমাত্র মডেলিং দুনিয়াতেই সীমাবদ্ধ নেই। অভিনয় জগতেও অল্পবিস্তর কাজ করছেন অঙ্কিতা। বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগও পেয়েছেন। 'তেরি খতা' কিংবা 'মটকানি কে মটকে'র মতো একাধিক প্রজেক্টে কাজ করেছেন তিনি। সোশাল মিডিয়াতে খুবই সক্রিয় অভিনেত্রী। অঙ্কিতার সোশাল মিডিয়া পেজে চোখ রাখলে দেখা যায় লাস্যময়ী অবতারে একসে বড়কর এক ছবি। অঙ্কিতার হটনেস রাতের ঘুম কেড়ে নেয় নেটবাসীর। তাহলে দেখে নেওয়া যাক মডেল ও অভিনেত্রীর লস্যের ছটার সেই বহর।

সাদা তোয়ালে দিয়ে লজ্জা নিবারণ। বাথরুমের আয়নার দিকে সেক্সি লুকে পোজ অঙ্কিতার। উন্মুক্ত বক্ষবিভাজিকায় চোখ আটকেছে নেটবাসীর।

বাথটবে সাবানের ফ্যানার মাঝে উপচে পড়ছে হটনেস। মোহময়ী অঙ্কিতার ফেনায় ঢাকা শরীরের উষ্ণতায় মজে ভক্তরা। সঙ্গে দেদার ফটোশ্যুট।

অঙ্কিতার ইনস্টা প্রোফাইলে চোখ রাখলে বোঝা যায় বোল্ড অবতারে ফটোশ্যুটে বেশ স্বচ্ছন্দ অভিনেত্রী। উষ্ণ অবতারে অঙ্কিতার ফটোশ্যুট কিন্তু, সোশাল মিডিয়ায় সুপারহিট।

বর্তমানে অঙ্কিতার দাভের ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার্স ৪.৩ মিলিয়ান। হট অ্যান্ড বোল্ড অবতারে নেটপাড়ায় উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী। আর সেই সঙ্গে হু হু করে বেড়ে চলেছে অঙ্কিতার ভক্তসংখ্যা।
Tags
Entertainment

