দেশীয় চলচ্চিত্রের নতুন মুখ মারিয়া চৌধুরীর অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ”অবলা নারী-ওয়াও বেবি ওয়াও” এর শুটিং শুরু হয়েছে। ১৬ মার্চ সকাল থেকে কক্সবাজারে শুটিং শুরু হয়।
মারিয়ার ভিডিওটি নিচে দেখুন….
প্রতিবাদী নারীদের নিয়ে নির্মিত এ ছবিতে মারিয়া চৌধুরী ছাড়াও আরো অভিনয় করছেন মিশা সওদাগর, ডিজে সোহেল, ডন, ড্যানীরাজ, ওমরসানী তানিয়া বৃষ্টি, তুর্কি ইমরান, শ্রাবণ খানসহ আরো অনেকে। সূত্র : ওয়েবসাইট
Tags
Entertainment
