বাসর রাতে যে এভাবে করবে আমি তা কল্পনাও করতে পারিনি



বাসর রাত। সবার জীবনে এই রাতটি নাকি অনেক স্বপ্নের, অনেক আশার। সেসব ভাবনা মাথায় রেখেই সাজানো বাসর ঘরে ঢুকলাম। আহা! নতুন বউ কত প্রশান্ত মুখে আমার জন্য অপেক্ষা করছে। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকেই বন্ধ করে দিলাম। মনে অদ্ভুত এক অনুভূতি। নিজের ঘরটাকেই যেন চিনতে পারছি না—এত সুন্দর সাজানো! গাঁদাফুল, গোলাপ, রজনীগন্ধার মিশ্রণে ঘর ভরে আছে। গোলাপের ঘ্রাণটাই বেশি। মনে মনে হাসলাম—আমি নিজেই যেন ভ্রমর!

মন থেকে এই অস্থির ভাবটা কিছুতেই দূর করতে পারছি না। ভাবলাম আলো নিভিয়ে বিছানায় যাই, আবার মনে হলো—নাহ, তেমনটা ঠিক নয়। ভদ্রতাই তো পরিচয়। পরিণয় বিয়ে হলে হয়তো এতটা অস্বস্তি থাকত না।
বিছানার দিকে তাকিয়ে আরও অবাক হলাম। পুরোটা ফুলে ঢাকা। এমনকি বিছানায় ওঠার জন্য আলাদা করে ফুল দিয়ে পথ বানানো। ভেতরে কেউ আছে কি না বোঝার উপায় নেই। কাছে গিয়ে মৃদু স্বরে ডাকলাম—
“জেসমিন… জেসমিন…”
কোনো সাড়া নেই। ভাবলাম হুট করে উঠে পড়া ঠিক হবে না। শুনেছি বাসর ঘরে নববধূ নিজে থেকেই এগিয়ে আসে। তাই অপেক্ষা করলাম। কিন্তু অনেকক্ষণেও কিছু হলো না। মনে হলো সারাদিনের ক্লান্তিতে হয়তো ঘুমিয়ে পড়েছে।
শেষ পর্যন্ত বিছানায় বসলাম।
ওমা! এখানে তো কেউ নেই!
মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত কাণ্ড কেন হলো—কিছুই বুঝতে পারছি না। হতভম্ব হয়ে বসে পড়লাম।
ঠিক তখনই দরজা খোলার শব্দ। অবাক হলাম—আমি তো দরজা বন্ধ করেছিলাম! পরে মনে পড়ল, মা দরজার ছিটকিনি নষ্ট করে রেখেছে।
হঠাৎ উঠে দাঁড়াতে গিয়ে পায়ের কাছে রাখা কাপড়ে পা লেগে গেল। খেয়াল না করেই সরিয়ে দিলাম। দরজার কাছে গিয়ে দেখি মা দাঁড়িয়ে, মুখে চাপা হাসি। আমার বিরক্তি চরমে।
মা বলল,
“এই অবস্থায় দাঁড়িয়ে আছিস কেন?”
তখনই বুঝলাম—আমি পুরোপুরি প্রস্তুত অবস্থায় নেই। লজ্জায় মাথা নুয়ে গেল। তাড়াতাড়ি যা হাতের কাছে পেলাম, গুছিয়ে নিলাম। ওদিকে মা আর বউ দু’জনেই হাসিতে ফেটে পড়েছে। পুরো বাড়ির লোকজন জড়ো হওয়ার আগেই মা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল।
ঘরে তখন শুধু আমি আর জেসমিন। অদ্ভুত এক নীরবতা। সে আমার দিকে এগিয়ে এলো, আর আমি যেন জমে গেলাম। হঠাৎ বলল,
“মোবাইলটা দিন।”
গলার স্বরে আদেশের ভাব। নিয়ে নিল, কিছু খুঁজতে লাগল। তারপর স্ক্রিনে একটা মেসেজ দেখাল—
“ভাই, চলে আসেন। কোনো সমস্যা নেই।”
আমি হেসে বললাম,
“অফিসের সহকর্মী। একটা কাজে অপেক্ষা করছিল।”
সে কিছু না বলে মোবাইল রেখে দিল। আমি বুঝলাম—এই বাসর রাত শুধু আবেগের নয়, বোঝাপড়ারও শুরু।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন