;ন/;গ্ন;/তা যেন তার কাছে দুধ ভাত, ফের ;ন;/গ্ন; পুনম পাণ্ডে ছবিসহ

 



Asianet Image

বলিউড অভিনেত্রী পুণম পাণ্ডে ও বিতর্ক একে অপরের পরিপূরক। একাধিক বার নিজের আলটপকা মন্ততব্যের জেরে বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি।

210
Asianet Image

এবার ভারত বনাম নিউজিল্যান্ডের চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে বিতর্কিত মন্তব্য করলেন বলি ডিভা।
 

310
Asianet Image

২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল চলাকালীন পুনম পাণ্ডে বিতর্কিত মন্তব্য করেছিলেন। যা ঘিরে কম শোরগোল হয়নি।
 

410
Asianet Image

টিম ইন্ডিয়াকে চিয়ার করতে গিয়ে পুনম পান্ডে বলেছিলেন, যদি ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপ জয় করতে পারেন, তাহলে তিনি প্রকাশ্যে নগ্ন হব।
 

510
Asianet Image

যদিও পরবর্তীকালে পুনম জানিয়েছিলেন, বিসিসিআই নাকি তাঁকে এমন কাজ করার অনুমতি দেয়নি।
 

610
Asianet Image

এবার ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও ফের নগ্ন হওয়ার পুরোনো বিতর্ক উস্কে দিলেন পুনম পাণ্ডে।
 

710
Asianet Image

সাংবাদিকরা যখন তাঁকে এই ম্যাচের বিষয়ে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন, ‘এবার সত্যিকারের ক্রিকেট চলছে। কিন্তু, আপানারা কী চাইছেন আমি আবারও নগ্ন হই?’

810
Asianet Image

পুনমের কথার মধ্যে কিছুটা বাধা দিয়েই তাঁর স্বামী স্যাম যোগ করেন, ‘আমি আবারও স্ট্রিপ হওয়ার জন্য প্রস্তুত।’ 

910
Asianet Image

জবাবে পুনম বলেন, ‘তুমি স্ট্রিপ করতে চাইছ? এমনটা ভুলেও করো না। ভারত তাহলে হেরে যাবে।’ 
 

1010
Asianet Image

ফলে বৃষ্টি ভেজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আবহাওয়া কিছুটা গরম করল পুনম পাণ্ডের এই মন্তব্য।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন