ছোট্ট 'উমা'থেকে 'বিকিনি বেব', গোয়ায় বো/ল্ড অবতারে যীশু সেনগুপ্তর কন্যা সারা সেনগুপ্ত

  



সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অভিনয় জগতে হাতখড়ি। উমা ছবিতে যীশু কন্যা সারার অভিনয় প্রশংসিত হয়েছিল। বর্তমানে কতটা বোল্ড অ্যান্ড বিউটিফুল এই স্টার কিড?

২০১৮ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ। পাঁচ বছরে বদলে গিয়েছেন অনেকটাই। ছোট্ট উমার গায়ে লেগেছে বোল্ড অ্যান্ড বিউটিফুল স্টার কিডের তকমা। গোয়ায় ছুটি কাটাতে গিয়ে বিকিনি টু শর্টসে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন সারা সেনগুপ্ত।
২০১৮ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে অভিনয় জগতে আত্মপ্রকাশ। পাঁচ বছরে বদলে গিয়েছেন অনেকটাই। ছোট্ট উমার গায়ে লেগেছে বোল্ড অ্যান্ড বিউটিফুল স্টার কিডের তকমা। গোয়ায় ছুটি কাটাতে গিয়ে বিকিনি টু শর্টসে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন সারা সেনগুপ্ত।
উমা থেকে বিকিনি বেব অবতারে সকলকে চমকে দিলেন যীশু কন্যা সারা। ছোট্ট উমার এই লুক দেখে তো চোখ কপালে নেটবাসীর।
উমা থেকে বিকিনি বেব অবতারে সকলকে চমকে দিলেন যীশু কন্যা সারা। ছোট্ট উমার এই লুক দেখে তো চোখ কপালে নেটবাসীর।
খোলামেলা পোশাকে মাথায় ফুল গুজে ছবি পোস্ট সারার। হট লুকে নেটপাড়ায় প্রশংসিত স্টার কিড।
খোলামেলা পোশাকে মাথায় ফুল গুজে ছবি পোস্ট সারার। হট লুকে নেটপাড়ায় প্রশংসিত স্টার কিড।
গোয়ায় পরিবারের সঙ্গে ছুটির মুডে সারা। ইনস্টা হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। তবে নজরে কেড়েছে তাঁর স্টাইল স্টেটমেন্ট। হট প্যান্ট থেকে বিকিনি, সবেতেই বেশ কুল সারা।
গোয়ায় পরিবারের সঙ্গে ছুটির মুডে সারা। ইনস্টা হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। তবে নজরে কেড়েছে তাঁর স্টাইল স্টেটমেন্ট। হট প্যান্ট থেকে বিকিনি, সবেতেই বেশ কুল সারা।
পুজোয় মুক্তি পেয়েছে দশম অবতার। যেখানে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কাজ মিটতেই পরিবারকে নিয়ে গোয়ায় ছুটি কাটাচ্ছেন অভিনেতা।
পুজোয় মুক্তি পেয়েছে দশম অবতার। যেখানে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কাজ মিটতেই পরিবারকে নিয়ে গোয়ায় ছুটি কাটাচ্ছেন অভিনেতা।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন