পিএনএস বিনোদন ডেস্ক : প্রয়োজনে নগ্নও হতে হবে৷ শর্ত ছিল এরকমই৷ একতা কাপুরের এ সর্তে সায় দিলেন কিয়ারা দত্ত৷ যে কোনও রকম বোল্ড দৃশ্যে অভিনয় করতে তাঁর আপত্তি নেই৷ আর তাই আপকামিং ‘xxx’ ছবিতে তিনিই নায়িকা৷
এর আগে ননগ্নতার জন্য যাঁকে নিয়ে ভুগতে হয়েছিল একতাকে তিনি স্বয়ং সানি লিওন৷ বেশ কিছু বোল্ড দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে বেঁকে বসেন সানি৷তারপর থেকেই প্রোডাকশনের চুক্তিতে পরিবর্তম আনেন একতা৷ সেখানে স্পষ্ট বলা হয়, যদি ছবির প্রয়োজনে নগ্ন হতে হয়, তাতেও যেন রাজি থাকেন অভিনেতা-অভিনেত্রীরা৷ ইতিমধ্যেই তাঁর প্রোডাকশনের পরের ছবি ‘’ এর ঘোষণা হয়ে গেছে৷ কেন ঘোষের পরিচালনায় এ ছবি হবে সেক্স ইরোটিকা৷ ছবির অভিনেতা-অভিনেত্রীর খোঁজ চলছিল সোশ্যাল মিডিয়ায়৷ কেননা এ ছবিতে অনেক সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে তাঁদের৷ সে শর্তে সায় দিয়েছেন কিয়ারা দত্ত৷
আত্ববিশ্বাসী কিয়ারা জানিয়েছেন, তিনি তাঁর শরীর নিয়ে যথেষ্ট সচেতন৷ নগ্ন দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনও আপত্তি নেই৷ এ ছবির পরিচালক কেন ঘোষ এর আগে ইন্ডাস্ট্রিতে পরিচিত সিনোমাটোগ্রাফার ও এডিটর৷ তাই কিয়ারার মন্তব্য, পরিচালকের উপর বিশ্বাস থাকলে এরকম দৃশ্যে কোনও অসুবিধা হওয়ার কথা নয়৷ কেনের উপর তাঁর পুরোমাত্রায় বিশ্বাস আছে৷
এর আগে কিংফিসার ক্যালেন্ডার গার্ল হিসেবে পরিচিতি পেয়েছিলেন কিয়ারা৷ একতা কাপুরের হাতে এবার বড় মাইলেজ পেতে চলেছেন তিনি৷
Tags
Entertainment
