আভা পল (Aabha paul) সাহসী পোশাকে ধরা দিয়েছেন।ইথনিক ডিজাইনযুক্ত ব্লাউজ ও ডেনিম শর্টস। ব্লাউজ থেকে বেরিয়ে আসছে স্তন। পেট সম্পূর্ণ উন্মুক্ত। বার বার ঝুঁকে কথা বলছেন। আর তখন স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে খাঁজ ।
এই ভিডিও পোস্ট হতেই নজর কেড়েছে নেটিজেনদের। আভা পলের শারীর দেখে ভক্তদের মন খুশ। সঙ্গে রয়েছে স্টেটমেন্ট জুয়েলারি ও লম্বা ব্ল্যাক বুটস। সাহসী আর অভিনব ফ্যাশন ট্রেন্ড। ব্যাকগ্রাউন্ডে চলছে হিন্দি গান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও।
দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া। কমেন্টে ভরে গেছে। আভা পল এর এই সৌন্দর্য দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা।
গন্দি বাত এবং ট্রিপল এক্স ওয়েব সিরিজেও বোল্ড চরিত্রে অভিনয় করতে দেখা যায় আভা পলকে। বোল্ড লুকের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে আভা।
এই ভিডিওতে তারই ঝলক। সেক্সি লুকে দেখা যাচ্ছে বক্ষ যুগলের অনেকটা অংশ । বোল্ড হট ও সেক্সি লুকের জন্য জনপ্রিয় আভা পল (Aabha paul)। সোশ্যাল মিডিয়াতেও হট ও সেক্সি লুকের জন্যই খুব জনপ্রিয় আভা। নিয়মিত নতুন নতুন লুকের ছবি এবং ভিডিও শেয়ার করেন তিনি।
সোশ্যাল মিডিয়াতেও বেশিরভাগ সময় বোল্ড লুকেই দেখতে পাওয়া যায় আভাকে। অভিনেত্রী আভা পল তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। সেক্সি পোজে ফটোশুট করতে দেখা যায় তাকে। এই ছবি পোস্ট করতেই ঝড় উঠেছে মন্তব্যের, পোস্টের কমেন্ট বক্সে অনেকেই প্রশংসা করেছে সেক্সি পোজের।



