‘ইরফানের সঙ্গে ব্রেকআপের পর ৯ বছর সে;-;ক্স করিনি’, সোশ্যালে বিস্ফোরক বাঙালি নায়িকা, পায়েল ঘোষ
byকলকাতা প্রতিদিন-
0
কথা রাখেননি ইরফান! এর আগে ইরফান পাঠানের সঙ্গে প্রেম নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন, এবার যৌনতা নিয়েও সরব হলেন পায়েল ঘোষ।
1/8বিতর্ক আর পায়েল ঘোষ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ! বছর দুয়েক আগে পরিচালক অনুরাগ কাশ্যপের নামে ধর্ষণের অভিযোগ আনেন এই বাঙালি নায়িকা। তারপর থেকে বহুবার বিস্ফোরক দাবি করেছেন পায়েল। যার অন্যতম ইরফান পাঠানের সঙ্গে তাঁর প্রেম সম্পর্ক।
2/8গত বছরের শেষে প্রাক্তন ভারতীয় তারকা পেসার ইরফান পাঠানের সঙ্গে একটি ছবি পোস্ট করে পায়েল দাবি করেছিলেন প্রেম সম্পর্কে ছিলেন দুজনে। পালটা জবাব দেননি ইরফান। এবার আরও একধাপ এগিয়ে যৌনতা নিয়ে কথা বললেন।
3/8দীর্ঘদিন ইরফান পাঠানের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল তাঁর অতীতে এই দাবি করেছেন। এবার পায়েল ইনস্টাগ্রামে লেখেন- কেন ইরফানের সঙ্গে বিয়ে হল না তাঁর।পাশাপাশি জানান, ইরফানের সঙ্গে প্রেম ভাঙার পর গত ৯ বছর ধরে অন্য কারও সঙ্গে সঙ্গমে লিপ্ত হননি তিনি।
4/8'৯ বছর কেটে গেছে, আমি কারুর সঙ্গে সেক্স করিনি। ইরফানের সঙ্গে আমার ব্রেকআপের পর থেকে… শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই না? কিন্তু এটাই সত্যি। বড় বড় লোকের আমাকে শয্যাসঙ্গী করতে চায়, তবে আমার কাছে সেক্স হল প্রার্থনার সমান…', ইনস্টাগ্রাম পোস্টে লেখেন পায়েল।
5/8সেই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই পায়েলকে ট্রোল করেন। তবে অনেকেই তাঁর মানসিক সুস্থতা কামনা করেন। কেউ কেউ তাঁকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন।
6/8পায়েলের দাবি ইরফানের রক্ষণশীল পরিবারের জন্যই ভাঙে এই সম্পর্ক। তিনি লিখেছেন, ২০১৬ সালকে একসঙ্গে স্বাগত জানিয়েছিলেন তাঁরা। ইরফানের পরিবারের সঙ্গেই কেটেছিল দিনটা। এরপর মুম্বই ফিরে আসার পর আচমকাই ইরফান তাঁকে ফোন করে জানান, 'আমাদের সম্পর্কটা পরিবার মেনে নিচ্ছে না'। কিছুদিন পর ইরফানের বোন করে দাদার বিয়ের খবর দেয় পায়েলকে।
7/8২০১৬ সালে সৌদির নামী মডেল সাফা বেইগকে বিয়ে করেন ইরফান। এর আগে অস্ট্রেলিয়ায় বসবাসকারী শিবাঙ্গী দেবের সঙ্গে ১০ বছরের সম্পর্কে ছিলেন ইরফান। পরিবারের জেরেই ২০১২ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে।
8/8কলকাতায় জন্ম, এখানেই বড় হয়েছেন পায়েল। স্কটিশ চার্চ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স করেন তিনি। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়েই মুম্বই পাড়ি। ‘বর্ষাধারে’, ‘উসারাভেল্লি’, ‘মিস্টার রাস্কেল’, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’র মতো ছবিতে কাজ করেছেন, তবে কাঙ্খিত সাফল্য আসেনি। বিতর্কের জেরেই লাইমলাইটে থাকেন তিনি।