১৮ বছর বয়সে ‘আত্মা বিক্রি করে’ দুষ্টু ওয়েবসাইট থেকে তিন ঘণ্টায় আয় প্রায় ন’কোটি!



দুষ্টু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার তিন ঘণ্টার মধ্যেই আয় করেছেন ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮.৭৫ কোটি টাকা)! তেমনটাই দাবি করলেন বিতর্কিত নেটপ্রভাবী লিল টে। লিল জানিয়েছেন, গত ২৯ জুলাই ১৮ বছর পূর্ণ হয়েছে তাঁর। আর তার পরেই নাকি দুষ্টু ওয়েবসাইট ‘অনলিফ্যানস’-এ অ্যাকাউন্ট খোলেন তিনি। নেটপ্রভাবীর দাবি, সাবস্ক্রিপশন-ভিত্তিক প্রাপ্তবয়স্কদের ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার তিন ঘণ্টার মধ্যে অনুরাগীদের থেকে ১০ লক্ষ ডলার আয় করেছেন তিনি। লিলের সেই দাবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে হইচই ফেলেছে। শুরু হয়েছে সমালোচনাও।



লিলের আসল নাম ক্লেয়ার আইলিন কিউ হোপ। বিভিন্ন কারণে অনেক দিন ধরেই বার বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এ বার দুষ্টু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে এবং সেখান থেকে বিপুল আয়ের দাবি করে আলোড়ন ফেলেছেন তিনি।


ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর প্রায় ৫১ লক্ষ অনুরাগীকে লিল জানিয়েছেন, জন্মদিনে ১২টা বাজার ঠিক এক মিনিট পরেই অনলিফ্যানস অ্যাকাউন্টে ছবি আপলোড করেছিলেন তিনি। আর তার পরেই অনুরাগীরা নাকি তাঁকে টাকা পাঠাতে শুরু করেন। লিলের কথায়, ‘‘৩ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ ডলার আয় করে অনলিফ্যানসের রেকর্ড ভেঙে ফেলেছি। আমার ১৮তম জন্মদিনে রাত ১২টা বেজে ১ মিনিটে আমার নিজের তোলা ছবি পোস্ট করেছিলাম। শুধুমাত্র ২৪ ঘণ্টার জন্য সেই ছবি উপলব্ধ ছিল।’’ অনলিফ্যানসে তিনি কত আয় করেছেন, তা দেখিয়েও ইনস্টাগ্রামে স্ক্রিনশটে পোস্ট করেছেন লিল। সেই স্ক্রিনশটে দেখা গিয়েছে, সাবস্ক্রিপশন এবং টিপ্‌সের মাধ্যমে ওয়েবসাইট থেকে ১,০২৪,২৯৮ ডলার আয় করেছেন নেটপ্রভাবী।


ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করে ‘কৃতিত্ব’ উদ্‌যাপন করতে দেখা গিয়েছে লিলকে। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘অনলিফ্যানসে কমবয়সি হিসাবে আমি রেকর্ড ভেঙেছি। কয়েক ঘণ্টার মধ্যে ১০ লক্ষ ডলার আয় করেছি।’’ অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। লিলির সেই সব পোস্ট হইচই ফেলেছে সমাজমাধ্যমে। সমালোচনার ঝড় উঠেছে। তাঁর উদ্‌যাপনকে ‘আদিখ্যেতা’ তকমাও দিয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘১৮ বছর বয়সে নিজের আত্মা বিক্রি করে আয় করছে। ওর জন্য দুঃখিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পড়াশোনা করে কী লাভ! টাকা আয় করার এত সহজ উপায় যখন রয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে এখন এই ধরনের ঘটনা বেড়ে গিয়েছে।’’



উল্লেখ্য, ২০১৮ সাল থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিল। ২০০৭ সালের ২৯ জুলাই আটলান্টায় তাঁর জন্ম। ৯ বছর বয়স থেকে ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ভি়ডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে খ্যাতি অর্জন করেন লিল। নেটমাধ্যমে অশ্লীল গালিগালাজ দিয়ে এবং ব্যয়বহুল জীবনযাত্রা দেখিয়ে অতীতে একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন