গোপন জায়গার ট্যাটু বের করে অল্প পোশাকে উত্তাপ ছড়ালেন মধুমিতা সরকার
byকলকাতা প্রতিদিন-
0
শাড়ি হোক কিংবা পশ্চিমী ড্রেস, ওয়েস্টার্ন হোক কিংবা বিকিনি, সবেতেই নিজের সৌন্দর্যকে ফ্লন্ট করেন মধুমিতা সরকার। সেই ধারা বজায় রেখেই ফটোশ্যুটে ধরা দিলেন মোহময়ী রূপে। পা চেরা গাউনের ফাঁকে বেরিয়ে থাইয়ে থাইয়ের ট্যাটু নতুন ফটোশ্যুটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।
1/6ছোট পর্দার পর ওটিটি এখন বড় পর্দায়ও কাজ করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। সেই ভাবমূর্তি ভেঙে ‘লভ আজ কাল পরশু’ সিনেমায় একেবারে অন্যরকম চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি। দিন দিন যেন আরও লাস্যময়ী হয়ে উঠছেন মধুমিতা। (ছবি ইনস্টাগ্রাম)
2/6কালো পোশাকে মোহময়ী মধুমিতা। তাঁর জীবনের প্রথম ট্যাটু করা থাইয়ে। প্রায়শই নিজের ফটোশ্যুটে সেই ট্যাটু শো অফ করেন অভিনেত্রী। শরীরের প্রতিটি ভাঁজে উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে মধুমিতার।
3/6শাড়ি হোক কিংবা পশ্চিমী ড্রেস, ওয়েস্টার্ন হোক কিংবা বিকিনি, সবেতেই নিজের সৌন্দর্যকে ফ্লন্ট করেন মধুমিতা। সেই ধারা বজায় রেখেই ফটোশ্যুটে ধরা দিলেন মোহময়ী রূপে। ক্রমাগত নিজে লুক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। নতুন ফটোশ্যুটে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী।
4/6পাশের বাড়ির মেয়ের ইমেজ ভেঙে মধুমিতা এখন অনেক সাহসী, অনেক বোল্ড। খোলামেলা ছবিতেও বেশ স্বচ্ছন্দ্য তিনি। বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছেন দর্শকের। সম্প্রতি কালো হাই স্লিট কাট গাউনে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করেছেন মধুমিতা।
5/6এই কয়েক বছরেই নিজের একটি আলাদা ফ্যানবেসও তৈরি করেছেন মধুমিতা। আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস ও আর অনেকটাই সাহসী তিনি। নতুন ফটোশ্যুটে তাঁর স্লিট কাট গাউনের ফাঁকে থাইয়ের ট্যাটু স্পষ্ট বোঝা যাচ্ছে।
6/6আবেদনময়ী নতুন এই ফটোশ্যুটে নেটিজেনের ঘুম উড়িয়েছেন অভিনেত্রী। গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল 'কুলের আচার'। মধুমিতার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছিলেন বিক্রম চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদার।