এই গানে হলুদ শিফন শাড়ি, ভেজা শরীরে পুরুষদের হৃদয়ে ঝড় তুলেছিলেন রবিনা। আর উলটো দিকে, লোমশ বুকে, ভেজা শার্টের বোতাম খুলে মহিলাদের বুকে কাবু করেছিলেন অক্ষয়।
পিরিয়ডের যন্ত্রণায় ছটফট করছিলাম, তবুও অক্ষয় কাছে টানল, প্রায় জোর করেই... কান্নায় ভেঙে পড়লেন রবিনা
গুঞ্জনপাড়া প্রায় ধরেই নিয়েছিল যে রবিনা ট্যান্ডনের গলাতেই মালা দেবেন অক্ষয় কুমার। তাঁদের প্রেম এতটাই জমে গিয়েছিল যে নয়ের দশকের পরিচালক থেকে প্রযোজক সবাই রবিনা ও অক্ষয়কে জুটি করে ছবি করতে চাইছিলেন। ঠিক এই সময়ই বলিউডে ঝড় তোলে পরিচালক রাজীব রাইয়ের ছবি মোহরা। তবে শুধু ছবি নয়, মোহরার ‘টিপ টিপ বরসা পানি’ তো, যৌনতাকে উসকে দেওয়ার মতো গান। এখনও পর্যন্ত বলিউডের সবচেয়ে উষ্ণ গান হিসেবেই চিহ্নিত রবিনা ও অক্ষয়ের এই গান।
এই গানে হলুদ শিফন শাড়ি, ভেজা শরীরে পুরুষদের হৃদয়ে ঝড় তুলেছিলেন রবিনা। আর উলটো দিকে, লোমশ বুকে, ভেজা শার্টের বোতাম খুলে মহিলাদের বুকে কাবু করেছিলেন অক্ষয়। তবে জানেন কি? এই গান সুপারহিট হলেও, এর নেপথ্যে রয়েছে এক কষ্টের গল্প। যে কষ্টের কথা আজও কাঁদায় রবিনাকে।
সোশাল মিডিয়ায় সম্প্রতি রবিনার একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে রবিনা শেয়ার করেছিলেন সেই গানের শুটিংয়ের কথা।
এই সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, সবে সেদিন আমার পিরিয়ডের তারিখ শুরু হয়েছে। অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ওষুধ খেয়েও কমছিল না। মেকআপ ভ্যানে শুয়েছিলাম। হঠাৎ পরিচালক ফ্লোরে আসতে বললেন। পরিচালককে ব্যথার কথাও জানাই। কিন্তু লাভ হয়নি।
রবিনা জানান, দেখলাম ফ্লোরে বৃষ্টির বন্দোবস্ত চলছে। আমি তো একটু ভয়ই পেলাম। কেননা, ব্যথার কারণে আমার অল্প জ্বরও এসেছিল। সুযোগ পেয়ে অক্ষয়কেও জানিয়ে ছিলাম। কিন্তু অক্ষয়ও শুটিং করতে বাধ্য। শেষমেশ, মাসিক যন্ত্রণা নিয়েই অক্ষয়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে শুট করলাম। অস্বস্তি হচ্ছিল। তবুও শুটিং করেই ক্ষান্ত হলাম। খুব কষ্ট হয়েছিল সেদিন। এখনও ভুলতে পারি না। কী কষ্টটাই না হয়েছিল।
রবিনা ও অক্ষয়ের প্রেম বেশি দিন টেকেনি। এর পরই আচমকা টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন অক্ষয়। তবে তাঁদের প্রেম ভাঙলেও, মোহরা ছবির এই উষ্ণ গান বলিউডের মাইনস্টোন।