চলন্ত ট্রেনের কামরায় হাঁটুর বয়সি তরুণীকে চু; মু! মাঝবয়সির কাণ্ডে হইচই নেটপাড়ায়, ভাইরাল ভিডিয়ো



প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাদের আদর বা ঘনিষ্ঠ হওয়া ভারতে বেশির ভাগ সময়েই কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ভিড়ে ঠাসা ট্রেনে ঘনিষ্ঠ এক যুগলকে। আদরে মেতেছেন তাঁরা। চুমু খাচ্ছেন হাত আড়াল করে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। যুগলের আচরণকে অশালীন তকমা দিয়েছেন নেটাগরিকেরা। 


দিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি অনলাইন নিউজ প্লাটফম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গন্তব্যের দিকে এগিয়ে চলেছে ভিড়ে ঠাসা একটি ট্রেন। যাত্রীদের একাংশ বসার আসন না পেয়ে দাঁড়িয়েই সফর করছেন। তার মধ্যেই আসনে বসে আদরে মেতেছেন মাঝবয়সি এক ব্যক্তি। জনসমক্ষেই তাঁর থেকে অনেক কম বয়সি এক তরুণীকে নাগাড়ে চুমু খেয়ে চলেছেন তিনি। ঠোঁটে ঠোঁটে মিলন বাকিদের থেকে আড়াল করতে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন। মাঝেমধ্যে চুমু থামিয়ে আড়চোখে দেখে নিচ্ছেন বাকিদের। তবে তরুণী চোখ বন্ধই রেখেছেন। ওই ট্রেনের অন্য এক যাত্রী যুগলের কীর্তি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে মনোজ শর্মা নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। রেল কর্তৃপক্ষের কাছ ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘নির্লজ্জ। জনসমক্ষে এ রকম আচরণ? আমরা পরবর্তী প্রজন্মের জন্য এ কী ধরনের উদাহরণ তৈরি করছি।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘অশালীন আচরণ। লজ্জা হওয়া উচিত যুগলের। এঁদের খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক।’’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন