দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে সাফল্যের সঙ্গে অভিনয় করে আসছেন কারিনা কাপুর খান। তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রীই নন, একাধারে মা, স্ত্রী এবং নবাব পরিবারে বউ হিসেবে ঘর ও কাজের ভারসাম্যও দারুণভাবে সামলাচ্ছেন। বয়স চল্লিশ পেরোলেও তার গ্ল্যামার আজও অনন্য।
চব্বিশ বছরের ছোট এক তরুণের সঙ্গে ‘খোলামেলা দৃশ্যে’ অভিনয় করতে দেখা যাবে কারিনাকে। আর এই খবরটি অভিনেত্রীকে নিয়ে এসেছে আলোচনায়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে কারিনা কাপুরকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।
কারিনা কাপুর খানের বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাকে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ছবিতে কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এ ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা। তবে কোন অভিনেতার সঙ্গে কারিনাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সেটি জানা যায়নি।
এ ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। এ ছবি নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।
এদিকে, নায়িকার সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে এর মধ্যে সমালোচিত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। ‘ধুরন্ধর’ সিনেমার নায়ক রণবীর পা দিয়েছেন চল্লিশে, আর তার বিপরীতে অভিনেত্রী সারা অর্জুন এই নায়কের চেয়ে ২০ বছরের ছোট।
অনেকে বলছেন, রণবীর সালমান খানের পথ অনুসরণ করছেন। এবারের কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমায় সালমান জুটি বাঁধেন তার চেয়ে ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানার সঙ্গে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জামিন পার’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।