উদ্দাম প্রেমের সঙ্গে নি;ষি;দ্ধ হাতছানি, ‘লভ হোটেলে’ থাকলে মেলে ক;ন্ডো;ম থেকে আদরপুতুলও! ভাড়াও নামমাত্র

 


১৫
Japan's fantasy hotels

সাজানো-গোছানো ঝাঁ-চকচকে শহর। ঘড়ির কাঁটা মেপে চলতে-ফিরতে অভ্যস্ত সকলেই। জাপান বললেই চোখের সামনে ভেসে ওঠে চেরিফুলের স্নিগ্ধ সৌন্দর্য, সবুজ গন্ধওয়ালা মাচা চা, রঙিন উজ্জ্বল কিমোনো। আর খাদ্যরসিক হলে সুশি, টেম্পুরা, স্টিকি রাইস, কিমবাপের মতো খাবারের খনি। জাপানের অধিকাংশ শহরের চেহারা বড় নিখুঁত, নিটোল।

০২১৫
Japan's fantasy hotels

আর এই সাজানো-গোছানো শহরের পিছনে রয়েছে আরও একটি দুনিয়া। প্রেমের দুনিয়া। সেই দুনিয়ায় প্রেমের জন্য সবারই অবাধ স্বাধীনতা। নেই কোনও নিয়মের চোখরাঙানি, নেই বাঁকা চাহনি। এই ভিন্ন দুনিয়ায় প্রেম, রোমাঞ্চ থেকে যৌনতা সবটাই খোলা আকাশের মতো। সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর অফুরন্ত সুযোগ।

০৩১৫
Japan's fantasy hotels

রাজধানী টোকিয়ো এবং ওসাকার বুকেই রয়েছে জাপানের বিখ্যাত ‘লভ হোটেল’। বহু আগে থেকে এই ধরনের হোটেলের চল থাকলেও এই ধরনের প্রথম আধুনিক হোটেলটি জাপানে খোলে ১৯৬৮ সালে। ওসাকা শহরে। সেই হোটেলটির নাম ছিল ‘হোটেল লভ’। সেই থেকেই এই ধরনের হোটেলের নামকরণ। টোকিয়ো শহরে এই ধরনের হোটেল বেশ বড় ধরনের ব্যবসা।

০৪১৫
Japan's fantasy hotels

শিবুয়া বা ওসাকার অলিগলিতে, নিয়ন আলোয় সাজানো হোটেলগুলিতে যতটাই নিষিদ্ধ হাতছানি, ঠিক ততটাই রংচঙে এর অন্দরসজ্জা। হোটেলের কামরাগুলি থিমনির্ভর। আর সেই সমস্ত ঘরের অন্দরসজ্জা তাক লাগিয়ে দেওয়ার মতো। প্রেমের উদ্দামতার সঙ্গে রয়েছে নিষিদ্ধ হাতছানি।

০৫১৫
Japan's fantasy hotels

কোথাও ঘরের রূপ দুর্গের মতো, কোনওটা রাজপ্রাসাদ। যুগলদের চাহিদার কথা মাথায় রেখে রয়েছে ‘হ্যালো কিটি’র থিমযুক্ত আদরকক্ষ। আবার কল্পবিজ্ঞানের ভক্ত যাঁরা, তাঁরা ‘সায়েন্স ফিকশন পড’কে বেছে নেন নিভৃতে সময় কাটানোর জন্য। জেলের কক্ষ, হাসপাতালের মতো সজ্জিত কক্ষও বেছে নেন বহু যুগল। এমনকি এমন হোটেলের কামরা রয়েছে যেখানে ঢুকলে মনে হবে সমুদ্রের নীচে রয়েছেন।

০৬১৫
Japan's fantasy hotels

জাপানি প্রেমের হোটেলের ধারণাটি নতুন কিছু না, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। ষোড়শ শতাব্দী থেকেই এর চল শুরু হয় নিশীথ সূর্যের দেশে। ১৬০৩ সাল থেকে ১৮৬৮ সাল পর্যন্ত সময়কালকে জাপানে এডো যুগ হিসাবে ধরা হয়। সেই এডো যুগেই শিকড় গেড়েছিল গোপন ভালবাসার অস্থায়ী ঠিকানা। সে যুগে প্রকাশ্যে ভালবাসা খুব একটা সুনজরে দেখত না সমাজ।

০৭১৫
Japan's fantasy hotels

তাই প্রেমিক-প্রেমিকারা গোপনে মেলামেশার জন্য খুঁজে নিয়েছিল এক বিকল্প আস্তানা। সেই পথের প্রবেশ ও প্রস্থানের ঠিকানা গোপনই থাকত। কালে কালে সেই আস্তানার কলেবরে পড়েছে আধুনিক যুগের প্রলেপ। নিষিদ্ধ প্রেমের ঠিকানা বদলে রূপ নেয় চা-ঘরে, ধীরে ধীরে নিয়ন আলোয় সজ্জিত হয়ে সেগুলি বদলে যায় লভ হোটেলে।

০৮১৫
Japan's fantasy hotels

দিনের বেলায় আর পাঁচটি হোটেলের সঙ্গে কোনও পার্থক্য নেই এই বিশেষ হোটেলগুলির। কিন্তু অন্ধকার নামতেই রূপ বদলে যায় হোটেলগুলির। উজ্জ্বল আলোয় সেজে ওঠে হোটেলগুলি।

০৯১৫
Japan's fantasy hotels

ঘনিষ্ঠ মুহূর্তকে বৈচিত্রে ভরিয়ে তুলতে এই হোটেলে এমন সব জিনিস রয়েছে, যা সাধারণ হোটেলের থেকে আলাদা। কোথাও ঘরের ছাদ থেকে দেওয়াল সব কিছু মোড়া রয়েছে আয়নায়, কোথাও হোটেলের দেওয়াল এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে কোনও শব্দ বাইরে না যায়।

১০১৫
Japan's fantasy hotels

প্রেমের হোটেলগুলিতে খুঁজে পাওয়া যায় নাটকীয়তা। কক্ষগুলিতে প্রায়শই নিয়ন আলো, শরীর ডুবে যাওয়া গদির বিছানা, বিলাসবহুল শৌচালয় থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত টিভি, ‘কারাওকে রুম’ ইত্যাদি থাকে। এর বিশেষ ভাবে নকশা করা ঘরগুলি প্রাপ্তবয়স্কদের কামনা-বাসনা তৃপ্ত করার সেরা উপায় বললে অত্যুক্তি হয় না।

১১১৫
Japan's fantasy hotels

ঘরের ভিতরেই রয়েছে পার্কের মতো আস্ত একটি ‘স্লিপ’। কোনও কোনও হোটেলে আলমারি ভর্তি আদরপুতুল, বিভিন্ন ধরনের খেলাধুলোর সামগ্রীও মেলে। কোথাও বিনামূল্যে দেওয়া হয় কন্ডোম। কোনও কোনও হোটেলে সাধারণ ঘরের সঙ্গেই বিশেষ কিছু ঘর আলাদা করা থাকে, যেখানে ঘণ্টার হিসাবে ভাড়া নেওয়া হয়।

১২১৫
Japan's fantasy hotels

যদি বিদেশি কোনও পর্যটক দেখেন যে, একটি হোটেলে দুই ধরনের ভাড়ার তালিকা দেওয়া রয়েছে, তবে বুঝে নিতে হবে সেটি এই বিশেষ ধরনের হোটেল। বুকিং বেশির ভাগই অনলাইনে বা ভেন্ডিং মেশিনের মাধ্যমে করা হয়। হোটেলের কর্মীদের সঙ্গে খুব একটা যোগাযোগ করার দরকার পড়ে না। নিভৃত সময় যাপনের সমস্ত উপকরণ কামরাতেই মজুত থাকে।

১৩১৫
Japan's fantasy hotels

হোটেলগুলি প্রায়শই এমন ভাবে নকশা করা হয় যাতে গ্রাহককে অন্য কারও সঙ্গে রাস্তা পার হতে বা মুখোমুখি হতে না হয়। চাইলে কেউ গাড়ি থেকে সরাসরি উপরে ওঠার জন্য একটি লিফ্‌ট ব্যবহার করে কামরায় ঢুকে পড়তে পারেন।

১৪১৫
Japan's fantasy hotels

এ সব হোটেলে শুধুমাত্র দম্পতি বা প্রেমিক-প্রেমিকারাই নিভৃতে সঙ্গলাভ করতে যান এমন নয়। অনেক সময় ক্লান্ত মানুষ একটু বিশ্রাম নেওয়ার জন্যও পা দেন হোটেলগুলিতে। আবার কেউ কেউ যান শুধু সেই অদ্ভুত থিমড ঘরগুলো দেখতে। আপনিও চাইলে যেতে পারেন শুধুমাত্র দেখার জন্য। এক ঘণ্টার জন্যও ভাড়া পাওয়া যায় হোটেলের ঘর।

১৫১৫
Japan's fantasy hotels

নিষিদ্ধ গন্ধ থাকলেও এই ধরনের হোটেল বহু মানুষের রুজিরুটির প্রধান মাধ্যম। বেসরকারি হিসাব বলছে, বর্তমানে গোটা জাপান জুড়ে এই ধরনের ‘লভ হোটেল’ রয়েছে ৩৭ হাজারেরও বেশি। টোকিয়ো ও ওসাকার হোটেলগুলি সম্মিলিত ভাবে বছরে ৪০০ কোটি ডলারের ব্যবসা করে। সেই ব্যবসা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন