- 1/8
'ইষ্টিকুটুম' সিরিয়ালের বাহা চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন রনিতা। সেই সময় থেকে পৌঁছে গিয়েছেন বাঙালির ঘরে ঘরে।

- 2/8
কিন্তু সিরিয়াল চলাকালীন তিনি ছেড়ে দিন কাজ। তাঽর জায়গায় সুদীপ্তা চক্রবর্তী এরপর বাহা চরিত্রে জনপ্রিয় হয়।

- 3/8
এরপর রনিতাকে 'ধন্যি মেয়ে' সিরিয়ালেও বেশ জনপ্রিয় হয়। আরও বেশ কয়েকটি কাজ করেছেন তিনি।

- 4/8
'ধন্যি মেয়ে' সিরিয়ালে রনিতার বিপরীতে ছিলেন সৌপ্তিক চক্রবর্তী। সিরিয়াল থেকেই আলাপ হয়ে সম্পর্কে জড়ান রনিতা - সৌপ্তিক।

- 5/8
২০২০ তে তাদের সম্পর্কের ১০ বছর পূর্ণ হয়। কানাঘুষো শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করবেন তাঁরা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি শেয়ার করে রনিতা লিখেছেন, "এক মন, দুই আত্মা"।

- 6/8
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ছবি শেয়ার করেন রনিতা। সম্প্রতি শেয়ার করা কিছু ছবি মন কেরেছে ফ্যানদের।

- 7/8
রাজর্ষি দে পরিচালিত 'অ্যা সেপারেট স্কাই' ছবি দিয়ে এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন রনিতা।

- 8/8
এই হিন্দি শর্ট ফিল্মটিতে একদম অন্যরকম চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে ছবির জন্যে নিচের লুকও কিছুটা বদলেছেন তিনি।