অভিনেতা-অভিনেত্রীরা সত্যি-সত্যি এই ছবিগুলিতে সঙ্গম করেছিলেন,

 

Asianet Image
হলিউড-বলিউড বা টলিউড, এমন বেশ কিছু ছবি রয়েছে যেখানে তারকারা প্রকৃতই যৌন মিলিত হয়েছিলেন। তেমনই কিছু উল্লেখযোগ্য ছবি হদিস।
210
Asianet Image
গাণ্ডু দ্য লুজারঃ এই ছবিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী ঋ। কিউ-এর প্রযোজনায় এই ছবিতে একাধিক দৃশ্যে প্রকৃতই যৌন মিলনে যেতে হয়েছিল তারকাদের।
310
Asianet Image
ছত্রাকঃ এই ছবিতে অভিনয় করেছিলেন পাওলি দাম। যেখানে একাধিক দৃশ্যে যৌন মিলনে যেতে হয়েছিল পাওলি দামকে।
410
Asianet Image
সর্টবাসঃ আমেরিকার এই ছবিটি মজার প্রেক্ষাপটে তৈরি। সেখানেই তারকাদের একাধিক দৃশ্যে যৌন মিলনে যেতে হয়েছিল।
510
Asianet Image
স্কারলেট ডিভাঃ এটা খানিক আত্মজীবনী নির্ভর ছবি। যেখানে পরিচালক অর্গেন্টোজের জীবনী দেখানো হয়েছে।
610
Asianet Image
নাইন সংঃ ব্রিটিশের একটি রোম্যান্টিক ছবি এটি। যেখানে অভিনেতা-অভিনেত্রীকে সংগমে লিপ্ত হতে হয়েছিল শ্যুটিং চলাকালিন।
710
Asianet Image
মায়া মেমসাহেবঃ বলিউডের এই ছবিটিতে ছিলেন শাহরুখ খান। একটি উপন্যাস থেকে তোলা এই ছবির শ্যুটিং-এ যৌন সম্পর্কে লিপ্ত হতে হয়েছিল তারকাদের।
810
Asianet Image
কস্মিক সেক্সঃ অমিতাভ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকাতে অভিনয় করেছিলেন ঋ। ছবিতে একাধিক দৃশ্যে যৌন সংগম তুলে ধরা হয়েছে।
910
Asianet Image
সাইনঃ সাইনা আহুজা অভিনীত এই ছবির বেশ কিছু দৃশ্যে অভিনেত্রীর সঙ্গে যৌন মিলন ঘটেছিল অভিনেতার।
1010
Asianet Image
পিঙ্ক ফ্লেমিংগোঃ ১৯৭২ সালে আমেরিকার ব্ল্যাক কমেডির ওপর তৈরি এই ছবি। এই ছবিতেও একাধিক দৃশ্যে যৌনতা তুলে ধরতে বাস্তবেই তা করতে হয়েছিল তারকাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন