নিউটাউনের নামী মলে দেহব্যবসা! ঝকঝকে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র। শনিবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে। সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে।
নিউটাউন জুড়ে রয়েছে একাধিক স্পা। রাস্তাঘাটে চোখ মেললেই দেখা যায় স্পা সেন্টারে বিজ্ঞাপন। জ্বলজ্বল করে স্পা সেন্টারের নাম এবং ফোন নম্বর। আর এই সমস্ত স্পা বা মাসাজ পার্লার আড়ালে চলে দেহব্যবসা। দীর্ঘদিন ধরে নিউটাউনের অ্যাক্সিস মলের স্পা সেন্টারের আড়ালে চলত দেহ ব্যবসা। নিউটাউনে মাল্টি কমপ্লেক্সে ঝকঝকে স্পা সাইনবোর্ডের আড়ালে যে দেহ ব্যবসা চলছে তা বুঝতে অসুবিধা হত না সাধারণ মানুষের। তাহলে পুলিশের কানে কেন পৌঁছল না সেই তথ্য? উঠছে সেই প্রশ্ন।
অবশেষে খবর পেয়ে শনিবার রাতে সেই স্পা সেন্টারে অভিযান চালায় বিধাননগর পুলিশ। অভিযান চালিয়ে ১৭ জন মহিলা এবং ৭ জন পুরুষকে আটক করা হয়। শেষে স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অপরাধে তিনজন মহিলা এবং সাত কাস্টমারকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল তাদের বারাসত আদালতে পেশ করা হবে। মানব পাচারের মতো কঠোর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।