টলিপাড়ায় ফের প'র'কী';য়া! রাতপার্টিতে বিবাহিত নায়ক-নায়িকার বেসামাল কীর্তি ফাঁ;স



টলিপাড়ায় প্রেম, সম্পর্কের ওঠানামা, এমনকী পরকীয়াও (Extra Marital Affair in Tollywood) নতুন কিছু নয়। তবে সদ্য ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে ফের গরমা-গরম চর্চা টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry)। আলোচনার কেন্দ্রে এবার এক প্রতিভাবান জনপ্রিয় অভিনেতা এবং একজন প্রতিষ্ঠিত নায়িকা, যাঁরা কিনা দু'জনেই বিবাহিত এবং আলাদা সংসারের মানুষ।


ঘটনার সূত্রপাত শহরের এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে আয়োজিত এক অভিজাত পার্টি থেকে। টলিউডের তারকা, পরিচালক এবং প্রযোজক-সহ বহু পরিচিত মুখের উপস্থিতিতে জমজমাট ছিল সেই সন্ধ্যা। ঠিক সেই পার্টিতেই নজরে আসে এমন এক দৃশ্য, যা দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন।


এক নির্জন ঘর, বন্ধ দরজা। পার্টি চলাকালীন সেই ঘরের ভিতরেই একে অপরের সঙ্গে গভীর চুম্বনে মত্ত ছিলেন ওই নায়ক ও নায়িকা। উপস্থিত অতিথিদের কেউ কেউ ঘটনাক্রমে সেই দৃশ্য দেখে ফেলেন। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে। অভিনেতা বিদেশে পড়াশোনা করে ফিরে এসেছেন এবং বরাবরই নিজেকে একটু অন্যরকমভাবে নিজেকে সকলের সামনে তুলে ধরেন। আর ওই নায়িকা বহু কাঠখড় পুড়িয়ে আজ ইন্ডাস্ট্রিতে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছেন। তিনি আবার এমন একজন, যার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামেই না।


জানা যাচ্ছে, দু'জনেরই প্রেম করে বিয়ে হয়েছে। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। ট্রোলিংয়ের মুখেও পড়তে হয়েছে তাঁদের। দুজনেই নিজের ভালবাসার মানুষের সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন। এমনকি আত্মীয়-স্বজন ছাড়া প্রায় কেউই টের পাননি সে খবর।


এই পার্টির ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা- একেই কি বলে পর্দার রসায়নের বাইরেও ব্যক্তিগত জীবনে নতুন গল্প? যদিও দু’জনের কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। কিন্তু টলিপাড়ার অলি গলিতে কান পাতলেই এখন একটাই ফিসফাস—এই সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব, নাকি তার চেয়েও অনেক বেশি কিছু?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন