নারীর যৌনতানির্ভর কমেডি চলচ্চিত্র ‘থ্যাংক ইউ ফর কামিং’ অবশেষে পর্দায় আসতে চলেছে। সিনেমাটির মূল ভূমিকায় রয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। সেক্স কমেডি ঘরানার সিনেমাটি ঘিরে ইতিমধ্যে বেশ আলোচনা সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এই সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে ভূমিও জানালেন সোজাসাপ্টা কথা।
এতে অভিনয় করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যখন আমি স্ক্রিপ্টটি শুনেছিলাম, তখন মনে হয়েছিল, ঈশ্বরকে ধন্যবাদ, এই সিনেমাটি আমার কাছে এসেছে। আমি অনেক দিন অপেক্ষা করেছি।
‘থ্যাংক ইউ ফর কামিং’-এর ট্রেলার :
ভূমি আরো বলেন, ‘আমি বেশির ভাগই ভারতের ছোট শহরভিত্তিক চলচ্চিত্রগুলোতে অভিনয় করেছি। তাই আমি সত্যিই এমন একটি স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছিলাম, যা আমাকে ইমেজ ভাঙতে সাহায্য করবে। লোকেরা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে, আপনি কি স্টেরিওটাইপড কিংবা বাক্সবন্দি? আমাকে সঠিক স্ক্রিপ্ট দিয়ে এই ধারণা ভেঙে ফেলতে হবে এবং এটি ছিল সেই স্ক্রিপ্ট। ফিল্মটি কেবল নারীদের যৌন আনন্দ নিয়ে নয়, বরং তার চেয়েও বেশি কিছু।’
‘থ্যাংক ইউ ফর কামিং’-এ ভূমি পেডনেকার, শেহনাজ গিল, কুশা কপিলা, শিবানি বেদি ও ডলি সিং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
