রাতের অন্ধকারে প্রেমিকাকে চলন্ত বাইকে শুইয়ে সেক্স, ভিডিয়ো সহ



জ্বালানি ট্যাঙ্কের উপর শুয়ে রয়েছেন প্রেমিকা। তার ঠিক সামনে বসে রয়েছেন যুবক। রাতের অন্ধকারে বাইক এগিয়ে চলেছে জাতীয় সড়ক দিয়ে! তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদ জেলার আগরা-কানপুর জাতীয় সড়কে। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাতীয় সড়কের উপর দিয়ে মধ্যম গতিতে এগিয়ে চলেছে একটি বাইক। চালাচ্ছেন এক যুবক। মাথায় হেলমেট নেই তাঁর। বদলে একটি ফেট্টি বাঁধা। বাইকের জ্বালানি ট্যাঙ্কের উপর বিপজ্জনক ভাবে শুয়ে রয়েছেন এক তরুণী। সেই অবস্থাতেই বাইক চালিয়ে যাচ্ছেন ওই যুবক। দু’জনে গল্পও করছেন। মাঝেমধ্যে চলছে আদরও। অন্য এক বাইক আরোহীর ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে়। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে ওই যুগলের বিরুদ্ধে ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এক নেটগরিক লিখেছেন, ‘‘ফাজলামো হচ্ছে নাকি! এদের উচিত শিক্ষা দেওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সব প্রেম-আদর বেরিয়ে যাবে পুলিশের নজরে পড়লে।’’

ভিডিয়োটি ফিরোজ়াবাদ পুলিশের নজরে পড়েছে। ফিরোজ়াবাদ পুলিশের এক্স হ্যান্ডল থেকে লেখা হয়েছে, ‘‘ভিডিয়োটি স্থানীয় পুলিশের নজরে এসেছে। বিষয়টি নিয়ে তদন্তও চলছে। আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন