বিয়ের পর প্রথম জন্মদিন। স্বাভাবিকভাবেই আব্দার একটু বেশি। আর বিয়ের মাত্র দু-মাসের মাথায় জন্মদিন পড়েছে। অনেক কাঠ-খড় পোড়ানোর পর শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। ফলে নতুন বউয়ের আব্দার মেটাতে যে স্বামী একটু বেশি তৎপর হবে, তা বলার অপেক্ষা রাখে না।
তাই স্বামীর হাত ধরেই অবশেষে পূর্ণ হল শম্পার দীর্ঘদিনের সখ,পা পড়ল ডান্স বারে। মফস্বল থেকে কলকাতায় আসা। পড়াশোনার তাগিদে কলকাতায় বেশ কয়েকবার এলেও ডান্স বার দূরস্ত, পানশালায় ঢোকারও সাহস হয়নি।
তাই সিনেমায়, অনেক গল্পে ডান্স বারের কথা জানলেও এবারেই প্রথম চাক্ষুষ করল। পার্কস্ট্রিটের নামী ডান্স বারে ঢুকে যা চোখে পড়ার, সেটা তো পড়লই। এখানে বিশেষ নতুন বা আশ্চর্যজনক কিছু নেই। কিন্তু, পানশালার বাইরে গেটের আশপাশে এরা কারা ঘুরছে? ...
Tags
Entertainment