ক্যামেরার সামনে কাপড় খুলেছিল যে সকল বাঙালি নায়িকারা (ভিডিও)



আমাদের দেশে প্রকাশ্যে হোক বা সিনেমার পর্দায়, নগ্নতা নিয়ে বরাবরই নিষেধাজ্ঞা রয়েছে। পাশ্চাত্যের চলচ্চিত্রের তুলনায় বাংলা চলচ্চিত্রে নগ্নতা এখনো কিছুটা দুর্লভ। কিন্তু তাই বলে কোনো বাঙালি অভিনেত্রী‌ ক্যামেরার সামনে নগ্ন হননি যে তা নয়। এমন অনেক বাঙালি অভিনেত্রী আছেন যারা, সামাজিক সমালোচনা ও সেন্সর বোর্ডের রক্তচক্ষুর ভয়কে উপেক্ষা করে নগ্ন দৃশ্যে অভিনয় করার সাহস দেখিয়েছেন। এমনকি ক্যামেরার সামনে একাধিক বার নগ্ন হয়ে অভিনয় করেছেন। অভিনেত্রীরা অনেকেই সাহস দেখিয়েছেন এইসব কঠিন চরিত্রে অভিনয় করার এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি করা হয়েছে সিনেমার স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী। অভিনেত্রীদের এইসব সিনেমাগুলি যেমন অনেক সমালোচিত হয়েছে, সেরকমই অনেক জায়গায় প্রশংসাও কুড়িয়েছে।

আসুন দেখে নেওয়া যাক সেই সমস্ত বাঙালি নায়িকাদের যারা সিনেমার পর্দায় নগ্নতার দৃশ্যে অভিনয় করেছেন।

১. শ্রীলেখা মুখোপাধ্যায় ছবি ‘পরশুরামের কুঠার’-১৯৮৯:

নব্যেন্দু চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবি ছিল এক স্তনদাত্রীর কাহিনি। সেই স্তনদাত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রীলেখা মুখোপাধ্যায়। চলচ্চিত্রে প্রতীকী আদলে নির্মিত একটি দৃশ্যে ক্লোজ শটে ধরা পড়েছিল শ্রীলেখার একটি স্তন। এ চলচ্চিত্রে বারবার দেখানো হয়েছিল দৃ্শ্যটি। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রীলেখা।

২. প্রিয়ঙ্কা বোস ছবি ‘গাঙ্গোর’-২০১০:

বাংলা, সাঁওতালি ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির পরিচালক ছিলেন ইতালীয় পরিচালক ইতালো স্পিনেলি। এক সাঁওতালি মহিলা তার শিশুকে যখন স্তনপান করাচ্ছেন তখন তার ছবি তোলে এক চিত্র সাংবাদিক। সেই ছবিকে ঘিরে আবর্তিত হয় এ চলচ্চিত্রের কাহিনি। সেই স্তনপানের দৃশ্যে সাওতালি মায়ের ভূমিকায় অভিনয় করেন প্রিয়ঙ্কা বোস। এই দৃশ্যের প্রয়োজনে ক্যামেরার সামনে স্তন উন্মোচন করেছিলেন তিনি।

৩. ঋ ছবি ‘গাণ্ডু’-২০১০ ও ‘কসমিক সেক্স’-২০১৪:

ঋ ইতিমধ্যেই বাংলা চলচ্চিত্র জগতে সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত। গান্ডু ও কসমিক সেক্স দুটি ছবিতেই নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি। গান্ডুতে ক্যামেরায় ধরা পড়েছিল তার শরীরের গোপন অঙ্গও।

৪. পাওলি দাম ছবি ‘ছত্রাক’-২০১১:

বিমু্ক্তি জয়সুন্দর পরিচালিত এই চলচ্চিত্রে অনুব্রতর সঙ্গে পাওলির নগ্ন শয্যাদৃশ্যের কথা ইন্টারনেটের বদৌলতে ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। দৃশ্যটিতে পাওলির শরীরের সম্মুখ অংশ উন্মোচিত হয়েছিল।

৫. কমলিকা মুখোপাধ্যায় ‘গাণ্ডু’-২০১০

২০১০ এ মুক্তি পাওয়া ‘গাণ্ডু’তে ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন কমলিকা মুখোপাধ্যায়। ব্যাক নিউডিটি দেখিয়েছিলেন কমলিকা ৷

৬. নন্দনা সেন

‘রংরসিয়া’র নন্দনা সেনকে মনে আছে? এই ছবিতেও ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন এই বাঙালি নায়িকা।

৭. সীমা বিশ্বাস

‘ব্যান্ডিট কুইন’-এ সীমা বিশ্বাসের নগ্ন হয়ে নদী পেরিয়ে জল আনতে যাওয়ার দৃশ্য ঝড় তুলেছিল ছবির দুনিয়ায়।

৮. স্বস্তিকা মুখার্জী

টেক ওয়ান সিনেমায় একটি নগ্নতার দৃশ্যে অভিনয় করেন স্বস্তিকা। যা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন