সাতদিন কেটে গেলেও, এখনও দেশে ফিরতে পারলেন না বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ভুল বশত পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। সে দেশের রেঞ্জার্স তাঁকে বন্দি করে ফেলে। তাঁর মুক্তির অপেক্ষায় গোটা দেশ।
গত সাতদিন ধরে সাতবারের বেশি ফ্ল্যাগ মিটিং করেছে ভারত-পাকিস্তান। কিন্তু একটি কারণ দেখিয়ে বার বার পূর্ণমের ভারতে ফেরা আটকে দিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের রেঞ্জার্সদের দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে অর্ডার পাওয়া যায়নি বলেই পিছিয়ে যাওয়া হচ্ছে বার বার।
হুগলির রিষড়ায় বিএসএফ জওয়ান ৪০ বছরের পূর্ণমকুমার সাউয়ের বাড়ির এলাকাতেও একই প্রার্থনা। গত রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিএসএফ-এর (BSF) ৮ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল তাঁর বাড়িতে যায়। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলে ঘরের ছেলেকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা হবে।
ঘটনার প্রায় সাত দিন কেটে যাওয়ার পরেও পূর্ণমের পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি থাকার পিছনে সাম্প্রতিক উত্তেজনাকেই দায়ী করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত পূর্ণমের মুক্তি পাওয়া ‘কিছুটা কঠিন’ বলেই ঘরোয়া ভাবে স্বীকার করে নিচ্ছে বিএসএফও। আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনে দর কষাকষি করার জন্য পূর্ণমকে এ ভাবে আটকে রাখা হচ্ছে।
