নগ্নদৃশ্য, বোল্ড সিন (Bold scene) নিয়ে এখনও দর্শকদের একাংশের মনে ছুঁৎমার্গ রয়েছে। এখনও পর্দায় চুম্বন দৃশ্য দেখালে চোখ সরিয়ে নেন অনেকেই। তবে বলিউডে (Bollywood) এমন অনেক নায়িকা (Actress) রয়েছেন যারা এই ট্যাবু ভাঙার চেষ্টা করেছেন। ছুঁৎমার্গকে দূরে সরিয়ে ক্যামেরার সামনে নিজের সর্বস্ব দেখিয়েছেন। আজকের প্রতিবেদনে বি টাউনের এমনই ৮ অভিনেত্রীর নাম তুলে ধরা হল যারা নগ্নদৃশ্য (Nude scene) ও বোল্ড সিনে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন।
অনু আগরওয়াল (Anu Aggarwal)- সুপারহিট ‘আশিকী’ ছবির হাত ধরে ব্যাপক সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী অনু আগরওয়াল। এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘দ্য ক্লাউড ডোর’ সিনেমায়। এই ছবিতে অনুকে বেশ কয়েকটি বোল্ড এবং টপলেস দৃশ্যে দেখা গিয়েছিল। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল সেই সময়।

রাধিকা আপ্তে (Radhika Apte)- বলিউডের নামী অভিনেত্রী রাধিকা আপ্তের নামও এই তালিকায় রয়েছে। রাধিকার ‘পার্চড’ ছবিটি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। এই ছবিতে নগ্ন দৃশ্যে অভিনয় করেছিলেন ‘অন্ধাধুন’ অভিনেত্রী।

জীনাত আমন (Zeenat Aman)- বলিউডের একসময়কার জনপ্রিয় নায়িকা জীনাত আমনও বোল্ড দৃশ্য অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। ‘সত্যম শিবম সুন্দরম’ ছবিতে বেশ কয়েকটি বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। এখনও মাঝেমধ্যে সেই ছবি ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়।

সানি লিওন (Sunny Leone)- ‘জিসম ২’ ছবিতে সানি লিওনি এবং রণদীপ হুডা একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন। এই ছবির বেশ কিছু কিসিং সিন এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়।

রেখা (Rekha)- বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার নামও তালিকায় রয়েছে। রেখাকে ‘আস্থা’ ছবিতে একাধিক সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই সিনেমায় রেখার বিপরীতে অভিনেতা নবীন নিশ্চল এবং ওম পুরী অভিনয় করেছিলেন।

এষা গুপ্তা (Esha Gupta)- সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি শেয়ার করে মাঝেমধ্যেই চর্চার কেন্দ্রে চলে আসেন এষা। জনপ্রিয় এই অভিনেত্রী ‘জন্নত ২’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। এই সিনেমায় ‘কিসিং গড’ ইমরান হাশমির সঙ্গে বেশ কয়েকটি বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।

মন্দাকিনী (Mandakini)- বলিউডের ইতিহাসের একটি ক্ল্যাসিক সিনেমা হল ‘রাম তেরি গঙ্গা মইলি’। এই ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন অভিনেত্রী মন্দাকিনী। একাধিক বোল্ড দৃশ্য়ও ছিল এই ছবিতে। ভেজা সাদা শাড়িতে মন্দাকিনীর ছবি এখনও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)- মল্লিকা এমন একজন অভিনেত্রী যিনি একাধিক সিনেমায় বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন। সাহসী দৃশ্যে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা আদায় করেছেন তিনি।

তবে ‘খোয়ায়িশ’ ছবিতে যতখানি বোল্ড অবতারে মল্লিকাকে দেখা গিয়েছিল, ততখানি বাকি কোনও ছবিতে দেখা যায়নি। সেই ছবি দেখে ঘাম ছুটে গিয়েছিল বহু দর্শকের।
থায় আছে ‘যে দেখতে নারি, তার চলন বাঁকা’। অভিনেত্রী তথা ফ্যাশনিস্তা উর্ফি জাভেদ (Urfi Javed) কে নিয়ে সর্বক্ষণই বিতর্ক, চর্চা সমালোচনা লেগেই থাকে সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রায়ই আলোচিত হন তাদের ড্রেসিং সেন্সের কারণে। হ্যাঁ, অনেক তারকাই তাদের কাজ দিয়ে নিজের নাম তৈরি করেন। তবে উর্ফি জাভেদ এমনই একজন অভিনেত্রী, যিনি কাজের চেয়ে তার পোশাকের জন্য বিখ্যাত হয়েছেন। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে।
কখনো গোটা শরীরে নাম মাত্র পোশাক তো কখনো আবার পোশাক পরলেও এমন ছেঁড়া যা দিয়ে সর্বাঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেই এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের রাস্তায় দেখা মেলে উর্ফির। যা পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তার সাফ বক্তব্য পোশাক দিয়ে তাকে বিচার করলে ভুল হবে।

সম্প্রতি পোশাকের কারণেই সুজান খানের বোন ফারাহ খান আলী উর্ফি সম্পর্কে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘অস্বস্তিকর পোশাকের জন্য উর্ফিকে তিরস্কার করা উচিৎ। ‘ এই ট্রোলিং এর জবাবে সম্প্রতি উর্ফি একটি সাক্ষাৎকারে জানান, একবার এক কাস্টিং ডিরেক্টর তাকে প্রস্তাব দিয়েছিলেন কাজ পেতে গেলে আপোষ করতে হবে৷

এত সাহসী হওয়ার কারণেই কি কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাকে? মুখ খুললেন উর্ফি জাভেদ৷ তিনি জানিয়েছিলেন কেবল নিজের বুদ্ধির জোরে সেদিন বেরিয়ে আসতে পেরেছিলেন উর্ফি। পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে উর্ফি জানান, উর্ফিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য বিছানায় যাওয়ার, রাত কাটানোর মত অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন তিনি। উর্ফি প্রমাণ স্বরূপ ওই ডিরেক্টরের মুখোশ টেনে খুলে দিতে কিছু চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেন৷ এবং পাশাপাশি তিনি এও জানান,” সাহসী পোশাক পরা মানেই নগ্ন দৃশ্য বা পর্ণ ভিডিও শ্যুট করব এমন ভাবনা ভুল”। আর ফারাহ প্রসঙ্গে তার মত, ‘অস্বস্তিকর এই শব্দটি খুবই বিষয়ভিত্তিক। লোক বিশেষে পরিবর্তন হয়, তাই আমি ভাবিত নই’।
বলিউডে কয়েক দশক ধরেই নগ্নতাকে ক্যামেরার সামনে তুলে ধরার রীতি চালু হয়েছে। অনেক আগে থেকেই হলিউডের অভিনেত্রীরা সাহসী দৃশ্যে অভিনয় করতে পারদর্শী ছিলেন, বলিউডে কিছু রাখঢাক প্রথমে থাকলেও যুগের সাথে তাল মিলিয়ে মানুষের অন্যতম রিপু ‘কাম’কে বলিউড দেখাতে দ্বিধাবোধ করেনি। ভারতীয় সেন্সর বোর্ডও ‘যৌনতা’কে নান্দনিকতার সঙ্গে দেখানোর উদারতা দেখিয়েছে।
বলিউডের এমন বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাদের সাহসী চিন্তাধারাই এই কাজকে আরও সুগম করে তুলতে সাহায্য করেছে।
রেখা (Rekha):
পরিবারের আর্থিক সঙ্কট দূর করতে অভিনয়ে নামেন রেখা। তের বছর বয়সে অভিনয়ের জন্য ছাড়েন স্কুলও। দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত এই অভিনেত্রী সিনেমায় সাহসী দৃশ্যধারণ থেকে বিরত হননি। ১৫ বছর বয়সে অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি সঙ্গে একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন।

মল্লিকা শেরাওয়াত (Mallika serwat) :
মল্লিকা শেরাওয়াত হরিয়ানার একজন সাহসী অভিনেত্রী। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর উপস্থিতি বেশ সমালোচনা এবং আশঙ্কা নিয়ে এসেছিল। এরোটিক দৃশ্যে অভিনয়ের জন্যেই প্রশংসিত ছিলেন অভিনেত্রী৷ ‘হিশ’ সিনেমায় একাধিকবার নগ্ন হয়েছেন অভিনেত্রী। ‘খোয়াইশ’ সিনেমায় ১৭ টি চুম্বনের দৃশ্যে অভিনয় করে রেকর্ড ব্রেক করেছেন তিনি।

শার্লিন চোপড়া (Sherlyn chopra):
হিউ হেফনারের প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়েছিলেন শার্লিন। উনিশ বছর বয়সে মিস অন্ধ্র খেতাব অর্জন করে, গ্ল্যামার ওয়ার্ল্ডের চৌম্বক মনোমুগ্ধকর চালাচ্ছিল তাকে। এর আগে তিনি রূপেশ পলের যৌনদৈর্ঘ্য নাটক চলচ্চিত্রের জন্যও নগ্ন হয়েছিলেন।

সানি লিওন (Sunny leone) :
কানাডিয়ান পর্ন তারকা পরিণত বলিউড অভিনেত্রী তার নাম ভারতীয় দর্শকদের হৃদয়ে গেঁথেছে।অসংখ্য ছবিতেই নগ্ন বা অর্ধনগ্ন রূপে দেখা গিয়েছে তাকে।

মন্দাকিনী (Mandakini):

‘রাম তেরি গঙ্গা মাইলি’ ছবিতে ঝর্ণার তলায় দাঁড়িয়ে ভেজা শাড়িতে স্পষ্ট হয়ে উঠেছিল অভিনেত্রীর স্তনবৃন্ত। আজও সেই দৃশ্য হিট।
নেক আগে থেকেই হলিউডের অভিনেত্রীরা সাহসী দৃশ্যে অভিনয় করতে পারদর্শী ছিলেন, বলিউডে কিছু রাখঢাক প্রথমে থাকলেও যুগের সাথে তাল মিলিয়ে মানুষের অন্যতম রিপু ‘কাম’কে বলিউড দেখাতে দ্বিধাবোধ করেনি। ভারতীয় সেন্সর বোর্ডও ‘যৌনতা’কে নান্দনিকতার সঙ্গে দেখানোর উদারতা দেখিয়েছে।
বলিউডের এমন বেশ কিছু অভিনেত্রী রয়েছেন যাদের সাহসী চিন্তাধারাই এই কাজকে আরও সুগম করে তুলতে সাহায্য করেছে।
রেখা (Rekha):
পরিবারের আর্থিক সঙ্কট দূর করতে অভিনয়ে নামেন রেখা। তের বছর বয়সে অভিনয়ের জন্য ছাড়েন স্কুলও। দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত এই অভিনেত্রী সিনেমায় সাহসী দৃশ্যধারণ থেকে বিরত হননি। ১৫ বছর বয়সে অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি সঙ্গে একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন।

বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায় নানান রসালো গল্প। আর একেকজন অভিনেতা, অভিনেত্রী তাদের কাটিয়ে আসা নানান মুহূর্ত নিয়ে মুখ খুললেই সেগুলো নিয়ে চর্চা চলতে থাকে তাদের অনুরাগীদের মধ্যে। আর সবসময় সেই চর্চা কেন্দ্রবিন্দুতে থাকেন নবাব পত্নী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। ২ সন্তানের মা হওয়ার পরেও বিন্দুমাত্র ভাটা পড়েনি তার জেল্লায়।

বলিউডের স্টাইল আইকন বেবো কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে পরিচালক মধুর ভান্ডারকর পরিচালিত ‘হিরোইন’ (Heroine) ছবিটির শ্যুটিং এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে জানান, এই ছবির একটি দৃশ্যে সম্পূর্ণ নগ্ন হতে হয়েছিল অভিনেত্রীকে।
এই ছবিতে একটি সঙ্গমের দৃশ্য শ্যুট করার সময় নগ্ন হতে হয় করিনাকে। সেই দৃশ্য নেট দুনিয়ায় আজও ভাইরাল। তবে এই ছবির পর থেকে আর কখনো এহেন চরিত্রে অভিনয় করেননি করিনা। যৌনতার দৃশ্যে অভিনয়ের জন্য অসংখ্য সমালোচনার মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

তবে করিনা বলেছিলেন, “হয়ত মানুষ আমায় এভাবে দেখতে অভ্যস্ত নয়, কিন্তু এটা আমার পেশা তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।”

তবে এই ছবিতে করিনার আগে এই চরিত্রে অভিনয় করার কথা ছিল, ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai)। আর তার কারণে ছবির পরিচালক মধুর ভান্ডারকরকে পড়তে হয়েছিল বিশাল ক্ষতির মুখে। কেননা টানা ৬৫ দিন শ্যুটিং করার পরে জানা যায় ঐশ্বর্য গর্ভবতী। আর এই কথা প্রকাশ্যে আসতেই শ্যুটিং বন্ধ করতে হয়েছিল ঐশ্বর্যকে, আর তখনই এই চরিত্রে অভিনয় করেন বেবো।

এখন দুই খুদেকে নিয়ে বেজায় ব্যস্ত বেবো। বেশ কদিন হল তাকে পর্দায় দেখা যায়না। তবে খুব শিগগিরই আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডায় পর্দা কাঁপাবেন অভিনেত্রী।
