শরীর দেখানো নায়িকাদের সবাই পছন্দ করে! ৩৪ জন শিশুর আশ্রয়দাত্রী প্রীতি জিন্টা



মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত: ৩৪ জন অনাথ শিশুর দায়িত্ব নিয়েছেন প্রীতি জিন্টা

বলিউডের গ্ল্যামার ও ফ্যাশনের জগতে প্রতিনিয়ত আলোচনায় থাকেন বিভিন্ন তারকা। কিন্তু এই জগতে এমন কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও নায়কত্ব দেখিয়ে থাকেন। তাদের একজন হলেন অভিনেত্রী প্রীতি জিন্টা

শরীর দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করা তারকাদের নিয়ে যত আলোচনা হয়, মানবিক কাজ করা অনেক সেলিব্রিটিকেই তেমনভাবে মনে রাখে না মানুষ। অথচ প্রীতি জিন্টা এমন এক মানবিক উদাহরণ স্থাপন করেছেন যা সত্যিই অনুকরণীয়।

তিনি ৩৪ জন অনাথ শিশুর দায়িত্ব নিয়েছেন, যাদের থাকা-খাওয়া থেকে শুরু করে পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনের সব দায়িত্ব তিনি নিজেই বহন করছেন। মিডিয়াতে এই খবর খুব একটা প্রচার হয়নি, কারণ প্রীতি সবসময় চুপচাপ সাহায্য করতে ভালোবাসেন।

আজকের সমাজে যেখানে নিজের প্রচারই মুখ্য হয়ে উঠেছে, সেখানে প্রীতি জিন্টার মত মানুষ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর এই কাজ আমাদের সবাইকে অনুপ্রাণিত করে মানবিক হওয়ার, অসহায়দের পাশে দাঁড়ানোর।

আমরা চাই, এমন মানবিক উদ্যোগগুলো আরও বেশি করে আলোচনায় আসুক, যাতে অনেকে অনুপ্রাণিত হয় সমাজের ভালো কাজ করতে। 🌟

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন