আগে সেক্স, তারপর কাজ!



টলিউড বা বলিউড, প্রায় প্রত্যেক ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তরমহলেই কাস্টিং কাউচের ঘটনা বারবার শুনতে পেয়েছি আমরা। সিনেমায় ভালো রোল পাওয়ার জন্য বা অভিনয় করার জন্য প্রযোজক বা পরিচালকদের সঙ্গে আপোষ করতে হয় অভিনেত্রীদের, এ কথা মিটু মোমেন্টেও শেয়ার করেছেন বহু অভিনেত্রী। আজ আপনাদের জানাবো সেই অভিনেত্রীদের কথা যারা একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন।

Sherlyn Chopra : বলিউডে তেমনভাবে জায়গা তৈরি করতে না পারলেও শার্লিন চোপড়া খুব পরিচিত একটি নাম সকলের কাছে। এই শার্লিনের কাছে বহুবার এসেছিল কু প্রস্তাব, যদিও তিনি প্রত্যেকবার অফার ফিরিয়ে দেন। বর্তমানে রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খানের সঙ্গে সম্পর্ক রয়েছে শার্লিন চোপড়ার।

Kangana Ranaut

Kangana Ranaut : স্বজনপোষণ থেকে শুরু করে কাস্টিং কাউচ, সব ক্ষেত্রেই কথা বলতে শোনা গেছে কঙ্কনা রানাওয়াতকে। কঙ্কনার কাছেও একাধিকবার এসেছিল কু প্রস্তাব, কিন্তু তিনি একবারও এই প্রস্তাবে সাড়া দেননি। কঙ্কনার মতে, এই সমস্ত প্রস্তাবে সাড়া দিলেই যে কাজ পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয়।

Kalki Koechlin : চিরকালই অন্য রকম চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কল্কি কয়েচলিনকে। তবে অন্যদের মতো তিনি কুপ্রস্তাবকে এড়িয়ে যাননি। চরিত্রের জন্য তিনি করেছিলেন আপোস। তিনি যে কুপ্রস্তাবে রাজি হয়েছিলেন সে কথা নিজেই স্বীকার করেছিলেন তিনি।

Sunny Leone

Sunny Leone : নীল দুনিয়ার সম্রাজ্ঞী সানি যখন বলিউডে নিয়েছিলেন তখন প্রচুর কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। সানিকে খুব প্রস্তাব দিলে তিনি রাজি হয়ে যাবেন, এটা মনে করে এক প্রযোজক তাকে দিয়েছিলেন কু প্রস্তাব, কিন্তু সানি তা ফিরিয়ে দেন।

Mamta Kulkarni : ৯০ দশকের অন্যতম বিখ্যাত অভিনেত্রী মমতা কুলকার্নিকেও শিকার হতে হয়েছিল কাস্টিং কাউচের। The China Gate সিনেমার শুটিং চলাকালীন রাজকুমার সন্তোষী কুপ্রস্তাব দিয়েছিলেন মমতা কুলকার্নিকে, যদিও সেই অফার ফিরিয়ে দেন অভিনেত্রী।

Payal Rohatgi

Payal Rohatgi : হিন্দি টেলিভিশন জগতের অন্যতম অভিনেত্রী পায়েল রোহতগি বিগ বস ১১- তে এসে পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। পরিচালক নাকি তাকে নোংরা প্রস্তাব দিয়েছিলেন একটি সিরিয়ালে অভিনয় করার জন্য। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দেন পায়েল।

Geetika Tyagi

Geetika Tyagi : ক্যারিয়ারের শুরুতেই এক পরিচালকের কাছ থেকে কু প্রস্তাব পেয়েছিলেন গীতিকা তিয়াগি। ক্যারিয়ার শুরু হওয়ার আগেই এমন প্রস্তাব স্বাভাবিকভাবেই তার কাছে ছিল একটি বড় ধাক্কা। যদিও তিনি খুব সাবলীলভাবে সেই অফার ফিরিয়ে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন