নগ্নতা থেকে খুল্লামখুল্লা সেক্স, ক্যামেরার সামনে কাপড় খুলেছেন এই ৭ অভিনেত্রী



বলিউডে (Bollywood) নিজের মজবুত জায়গা তৈরি করতে বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করতে হয় অভিনেত্রীদের। অনেক অভিনেত্রী বোল্ড দৃশ্যে অভিনয় করেও কেরিয়ার গড়তে চেয়েছিলেন। কিন্তু পারেননি, এমন কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম দেওয়া হয়েছে এই প্রতিবেদনে।

মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat): বলিউডে কেরিয়ায়ের শুরুতেই বেশ কিছু সিনেমায় বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি অভিনেতা ইমরান হাশমির ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির তাকে আর ইমরানকে একটি বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু তাও কেরিয়ার সফল হয়নি তার।

udita goswami

উদিতা গোস্বামী (Udita Goswami): বলিউডে বোল্ড ছবিতে অভিনয় করার জন্য এক সময় বিখ্যাত ছিলেন অভিনেত্রী। তারপর বিয়ে করার পর এখন আর সিনেমায় জগতে দেখা যায় না তাকে। নিজের পরিবার নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।

সেলিনা জেটলি (Celina Jaitly): বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি কেরিয়ারের শুরুর দিকে নায়িকা হিসেবে বেশ কিছু ছবিতে বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন। কিন্তু তারপরেও অভিনেত্রী হিসেবে নিজের কেরিয়ার গড়তে পারেননি তিনি।

Tanushree Dutta

তনুশ্রী দত্ত (Tanushree Dutta): অভিনেত্রী তুনুশ্রী দত্ত ‘মিস ইন্ডিয়া’ জেতার পর বলিউডে পা রেখেছিলেন। অভিনেতা ইমরান হাশমির বিপরীতে একটি বোল্ড দৃশ্যে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি। কিন্তু তাও কেরিয়ার গড়তে পারেননি তিনি।

সামিরা রেড্ডি (Sameera Reddy): বলিউডের বেশ কিছু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সামিরা রেড্ডি। তার অভিনীত বেশ কিছু ছবিতে তাকে‌ বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে অভিনেত্রী হিসেবে কখনোই এই ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করতে পারেননি তিনি।

Neha Dhupia


নেহা ধুপিয়া (Neha Dhupia): বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তাকে বহু ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। অনেকেই হয়তো জানেন যে কেরিয়ারের শুরুতে বেশ কিছু ছবিতে বোল্ড দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।


Geeta Basra

গীতা বসরা (Geeta Basra): বলিউডের বেশি ছবিতে অভিনয় করার সুযোগ পাননি অভিনেত্রী গীতা বসরা। তবে তিনি জনপ্রিয় হয়েছিলেন দ্য ট্রেন (The Train) ছবিতে ইমরান হাশমির সঙ্গে সাহসী দৃশ্য করে। যদিও তারপর তাকে আর‌ এই ইন্ডাস্ট্রিতে‌ দেখা যায়নি। এখন ক্রিকেটার হরভজন সিং-এর‌ স্ত্রী হলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন