স্বামী থাকতেও পরকীয়া! পরপুরুষের প্রেমে বিয়ে ভেঙেছে এই বলিউড নায়িকাদের



বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যে কারণে ভাঙ্গে তাদের বিয়ে। একইভাবে এমন অনেক অভিনেত্রীও রয়েছেন, স্বামী থাকতেও যারা অন্য পুরুষের প্রেমে পাগল ছিলেন। এই নায়িকাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক একসময় সংবাদমাধ্যমের শিরোনাম দখল করেছে। এক নজরে দেখুন এই তালিকাটিতে কারা রয়েছেন।

মালাইকা আরোরা : এই তালিকাতে মালাইকা আরোরার নাম থাকবে সবার আগে। তিনি সালমান খানের ভাই আরবাজ খানকে বিয়ে করেছিলেন। কিন্তু মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের বন্ধুত্ব হওয়ার পর তাদের বিয়েতে ফাটল ধরে। মালাইকা অর্জুনের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। অবশেষে আরবাজের সঙ্গে তার ডিভোর্স হয়ে যায়। মালাইকা এবং অর্জুন একসঙ্গে থাকতে শুরু করেন। যদিও তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে।

Kamya Punjabi

কামিয়া পাঞ্জাবী : এই অভিনেত্রী বিয়ে করেছেন বান্টি নেগিকে। কিন্তু বান্টি তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি অভিযোগ করেন তার স্ত্রী সঞ্জয় দত্তের ভাই নিমাই বালির সঙ্গে পরকীয়া করছেন। শেষমেষ কামিয়া এবং বান্টির ডিভোর্স হয়ে যায়।

সানজিদা শেখ : আমির আলি এবং সানজিদা শেখের বিয়েটা ভেঙেছিল সানজিদার পরকীয়ার কারণে। কারণ সানজিদার সঙ্গে নাকি হর্ষবর্ধন রানের সম্পর্ক গড়ে উঠেছিল যেটা আমির মেনে নিতে পারেননি।

Nisha Rawal

নিশা রাওয়াল : নিশা রাওয়াল এবং করণ মেহরারও বিয়ে ভেঙেছিল পরকীয়ার কারণে। করনের অভিযোগ ছিল নিশা তার নামমাত্র ভাই রিতেশের সঙ্গে গোপন সম্পর্কে রয়েছেন।

Dipika Kakar


দীপিকা কক্কার : ২০১১ সালে দীপিকা বিয়ে করেছিলেন রৌনক স্যামসানকে। এরপরে সাসুরাল সিমার কা সিরিয়ালের শুটিং করতে গিয়ে তার আলাপ হয় শোয়েব ইব্রাহিমের সঙ্গে। কিছুদিনের মধ্যেই রৌনককে ডিভোর্স দিয়ে দেন দীপিকা। কয়েক বছর পর দীপিকা এবং শোয়েবের বিয়ে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন