ক্যামেরার সামনেই খুলেছেন পোশাক, লজ্জার মাথায় খেয়ে ন..গ্ন.. হয়েছেন এই ৫ বাঙালি অভিনেত্রী

 5 Bengali Actress Who Were Clothless Infront of Camera

Bengali Actress Who Were Clothless Infront of Camera : পর্দায় সাহসী দৃশ্যে হাজির হওয়াটা একটা সময় হলিউডের অভিনেত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন সেই ধারায় বলিউড থেকে টলিউড (Tollywood) -র অভিনেত্রীদেরও নাম লেখাতে দেখা গেছে। পর্দায় সাহসী দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে এখন বেশ অভ্যস্ত হয়েছেন বলিউডের প্রায় সব অভিনেত্রীরাই। তবে এক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই টলিউডের অভিনেত্রীরাও। সাহসী চরিত্রে বা সাহসী দৃশ্যে অভিনয় করতে এখন বেশ স্বচ্ছন্দ বোধ করেন টলি নায়িকারা। জেনে নিন সেরকম কয়েকজন নায়িকার কথা।

১) পাওলি দাম (Paoli Dam)  – টলিউডের পাশাপাশি বলিউড এমনকি হলিউডের সিনেমায়ও অভিনয় করেন পাওলি দাম। হিন্দি ‘হেট স্টোরি’ হোক বা বাংলা ‘ছত্রাক’ – সাহসী দৃশ্য তার অভিনয়ের জুড়ি মেলা ভার। চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে সাহসী রূপে হাজির হতে কোনও রকম দ্বিধা বোধ করেননা এই অভিনেত্রী। দীর্ঘ কেরিয়ারে কয়র কোট নগ্ন হতে কোন দুর্ধাবোধ করেননি তিনি। বিকিনি পরে ছবি সোশ্যাল ভিডিও ভাইরাল হয়েছে।

Swastika Mukherjee

২) স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) –  টলিপাড়ার এই সুন্দরীকে নিয়ে আলোচনার শেষ নেই। সোস্যাল মিডিয়ায় প্রায়ই অভিনেত্রীর পোশাক নিয়ে চলে জোরদার সমালোচনা। চল্লিশোর্ধ স্বস্তিকার বিভিন্ন সময়ে সাহসী ফটোশুটে সোশ্যাল মিডিয়ার উষ্ণতার ছড়ানোকে অনেক নেটিজেন আবার পছন্দও করেন।মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’ সিনেমা থেকে শুরু করে, ‘টেক ওয়ান’, ‘তবে তাই হোক’ এবং এছাড়াও আরও বিভিন্ন সিনেমায় স্বস্তিকাকে বোল্ড লুকে দেখা গেছে।

৩) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) –  ‘তৃষ্ণা’ সিনেমায় ঋতুপর্ণার সাহসী লুক দেখে তৎকালীন সময়ে অবাক হয়েছিলেন অনেকেই। তবে স্থুল চেহারায় তার এই সাহসী পোশাক পরা নিয়ে জোর সমালোচনাও হয়েছিলো। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর পর্দায় সাহসী দৃশ্যে হাজির হওয়াটা নিঃসন্দেহে চমকে দিয়েছিলো দর্শকদের। এছাড়াও আরও বেশ কিছু সিনেমায় ঋতুপর্ণাকে বোল্ড লুকে দেখেছেন দর্শক।

SREELEKHA MITRA

৪) শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) –  পর্দায় সাহসী দৃশ্যে হাজির হওয়ার এই তালিকায় রয়েছেন টলিউডের চর্চিত অভিনেত্রী শ্রীলেখাও। পঞ্চাশের কাছাকাছি বয়স হলেও বোল্ড দৃশ্যে এখনও সাবলীল অভিনেত্রী। ‘উড়ো চিঠি’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘হ্যালো কলকাতা’, ‘কাঁটাতার’ এর মতো একাধিক সিনেমায় শ্রীলেখাকে সাহসী দৃশ্যে দেখা গেছে।

ROOPA GANGULY

৫) রূপা গাঙ্গুলী (Roopa Ganguly) – চরিত্রের প্রয়োজনে পর্দায় সাহসী দৃশ্যে হাজির হয়েছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও। অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই মহাভারতের ‘দ্রৌপদী’ চরিত্রে অভিনয় করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর ‘অন্তরমহল’, ‘মহুলবনীর সেরেং’, ‘শূন্য এ বুকে’ এর মতো একাধিক বাংলা ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন রূপা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন