দুধে সাদা তোয়ালেতে নগ্ন শরীর এত হট লাগেনি আগে কখনও অভিনেত্রীকে



উরফি জাভেদের মতো পোশাকের কারিকুরি তাঁর জানা নেই। সে অর্থে ফ্যাশনিস্তা তিনি নন। তবে পিঠ ছাপানো খোলা চুলে উষ্ণতার পারদ চড়চড় করে বাড়াতে তাঁর জুড়ি মেলা ভার! ছোট পোশাক পরে তাঁর নাচের ভিডিও (video) ঝড় তোলে নেটিজেনদের মনে। ইনস্টাগ্রামে (social media) তাঁর ফলোয়ার সংখ্যা টেক্কা দিতে পারে তাবড় সেলেব্রিটিদের। ৯০ লক্ষেরও বেশি। তিনি সোফিয়া আনসারি (Sofia Ansari)।

এই মডেলের মোহময়ী রূপে ঘায়েল হয়ে যান পুরুষ অনুরাগীরা। নারীমনেও সোফিয়ার চাহিদা কম নয়। ঘরোয়া রাতপোশাকে ভিডিও করে কিংবা ছবি তুলে পোস্ট করতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে চারদিকে। অর্ধ অনাবৃত শরীর থেকে ছলকে পড়ে উচ্ছল যৌবন। নিন্দকরা যদিও বলেন, ওই শরীরই হল সোফিয়ার ইউএসপি। শুক্রবার সন্ধেতেও তেমনই একটি ভিডিও তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।

Sofia Ansari, video, social media

ভিডিওতে দেখা যাচ্ছে, চেরি রঙের ছোট্ট ওয়ানপিস ড্রেস পরে রয়েছেন সোফিয়া। বক্ষযুগলের মাঝ বরাবর ভি আকারে কাটা সেই ড্রেস। বাকিটা নেমে শেষ হয়েছে ঊরুর কাছেই। সেই পোশাকেই ঘরের ভিতর শরীর দোলালেন সোফিয়া। আর মাঝেমধ্যেই নাচতে নাচতে নিজের শরীরের উপর দিয়ে বুলিয়ে নিলেন হাত। সোফিয়ার সেই আগুনে রূপ দেখে মন্তব্যের ঝড় ওঠে পোস্টের কমেন্ট বক্সে। কেউ দিলেন আগুনের ইমোজি, কেউ বা এঁকে দিলেন হৃদয় চিহ্ন।

Sofia Ansari, video, social media

জন্মসূত্রে গুজরাতের মেয়ে সোফিয়া আনসারি। ১৮ বছর বয়স হতেই তিনি ঘর ছেড়ে নিজের পথ বেছে নেন। ভাগ্য ফেরাতে একের পর এক জায়গায় নিজেকে নিয়ে যান। এমনকী নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও চালু করেন। সেখান থেকে খুব একটা পরিচিতি না মিললেও চেষ্টা থামাননি সোফিয়া। অবশেষে ২০২০ সালে 'এম এক্স টকাটক' শোয়ে গিয়ে খুলে যায় কপাল। একটি গানের দৃশ্যে বিপুল জনপ্রিয় হন তিনি। এরপরই রাতারাতি বাড়তে শুরু করে তাঁর অনুরাগীর সংখ্যা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন