২০১৩ সালে অভিষেকের পর তেলেগু সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তোলা রাশি খান্না নজর কেড়ে চলেছেন তাঁর অভিনয়শৈলী আর ফ্যাশন সেন্স দিয়ে।
সুন্দরী এই তেলেগু তারকা সাজপোশাকে অত্যন্ত আকর্ষণীয়।
দিল্লির কন্যা তিনি। রুপালি ভুবনে পথচলার শুরুটা বলিউড দিয়েই। অথচ সাফল্য, জনপ্রিয়তা এলো দক্ষিণের সিনেমায়। তিনি রাশি খান্না।
‘সুপ্রিম’, ‘থোলি প্রেমা’, ‘থিরুচিত্রাম্বালাম’ কিংবা ‘সর্দার’ মতো ছবিতে কাজ করে তামিল-তেলুগু দর্শকের কাছে নিজের আবেদন ছড়িয়ে দিয়েছেন।
কিন্তু ফেলে আসা মুম্বাই যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে তাই পা ফেলেন মুম্বাই নগরে।
‘রুদ্র’ ও ‘ফারজি’ ওয়েব সিরিজে অভিনয় করে পায়ের তলার মাটি শক্ত করে নেন। এখন তার হাতে বেশ কয়েকটি হিন্দি প্রজেক্ট। অর্থাৎ বলিউডেই থিতু হওয়ার চেষ্টা করছেন রাশি।
কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে পাহাড়ের কোলে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী রাশি খান্না (Raashii Khanna)। নির্জনে নিরিবিলিতে উপভোগ করছেন মনোরম প্রকৃতিকে। নেই শহরের কলতানি আর কোলাহল। লাল বুক চেরে মনোকিনিতে সুইমিং পুলে স্নান করার ছবি শেয়ার করলেন রাশি।
একান্ত যাপনের সেই ছবি ইনস্টা হ্যান্ডেল থেকে শেয়ার করে রাশি লিখেছেন, ‘হারিয়ে গিয়েছি। আর চাই না আমায় কেউ খুঁজে পাক’। মনোকিনিতে নায়িকার সিক্ত শরীর দেখে চোখ সেঁকছেন অনুরাগীরা। লাল রঙের মনোকিনিতে নায়িকার বক্ষযুগল অর্ধ উন্মুক্ত। খোলা রয়েছে পিঠ। তবে কোথায় বেড়াতে গিয়েছেন কিংবা কার সঙ্গেই বা গিয়েছেন তা কোন কিছুই প্রকাশ করেননি রাশি।
সাঁতারের পোশাকে রাশি খান্না সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷