থ্রিসাম। অর্থাৎ একজন মহিলার দুজন পুরুষের সঙ্গে অবাধ যৌনতা। এই পর্যন্ত পড়ে আপনার মনে হতে পারে, এতে অস্বাভাবিক কী আছে! এমন তো আকছার হয়! তবে যদি বলা হয়, সেই দুজন পুরুষের মধ্যে একজন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার! আর সেই অবাধ যৌনতা হয়েছিল একজন এসকর্ট-এর সঙ্গে! আর তিনি এখন প্রেগন্যান্ট! অবাক হচ্ছেন তো এবার!
ব্রাজিলিয়ান মহাতারকা তিনি। তবে গত কয়েক বছর ধরে ফর্ম একেবারে তলানিতে। চোটে বিধ্বস্ত তিনি। সেই নেইমার কিন্তু বরাবর বিতর্কের কেন্দ্রেই থেকেছেন। আর এবার যে বিতর্ক তাঁকে ঘিরে, তা চমকে দেওয়ার মতো। যদিও নেইমার এত বড় অভিযোগ অস্বীকার করেছেন।
ব্রাজিলের এসকর্ট এবং সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাইরা মাসেদা সম্প্রতি ভয়ানক অভিযোগ করেছেন। তিনি সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, নেইমার তাঁর সঙ্গে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হয়েছিলেন। আর তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়েছিল তাঁকে। তবে সেই অস্বাভাবিক সঙ্গমের জেরে তিনি এখন সন্তানসম্ভবা।
সেই এসকর্ট ইউএসজি রিপোর্ট ভিডিওতে দেখিয়েছেন। এমনকী প্রেগনেন্সি কিটের রিপোর্টও তুলে ধরেছেন। সব থেকে বড় কথা, তিনি ভ্রুণের লিঙ্গ নির্ধারণ করেছেন। নাইরা দাবি করেছেন, তাঁর গর্ভে পুত্রসন্তান রয়েছে। সেই সন্তান নেইমারের, এমনই দাবি তাঁর।
নাইরা দাবি করেছেন, দরকারে তিনি গর্ভের সন্তানের ডিএনএ টেস্ট করাতে রাজি। নেইমার দাবি করেছেন, কোনওমতেই সেই সন্তান তাঁর নয়। তবে নাইরা নিজের দাবিতে অনড়।
উল্লেখ্য, ৩ সন্তানের বাবা নেইমার। ২০২৪ সালের ৩ জুলাই তৃতীয়বার বাবা হন তিনি। তবে নেইমারের তিনটি সন্তানের মা আলাদা। নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা। দ্বিতীয় সন্তানের মায়ের নাম ব্রুনো বিয়ানকার্ডি। তৃতীয় সন্তানের মায়ের নাম আমান্দা কিম্বার্লি। তিনি ব্রাজিলিয়ান মডেল ও সোস্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ২০ বছর বয়সে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন নেইমার।
