নবমিতা ঠকিয়েছে আমায়, মধুচন্দ্রিমায় গিয়ে আমাকে জানায় অন্য কারোর সঙ্গে সম্পর্কে আছে ওর



বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। টেলিভিশনের পর্দায় শান্তশিষ্ট অভিনয় করতেই দেখা যায় তাকে। ‌ তবে তিনি নাকি বাস্তবে বারবার ঠকেছেন। অভিনেতা বারবার অভিযোগ করেছেন তার প্রাক্তন দুই স্ত্রীকে নিয়ে। এমনকি প্রথম স্ত্রীর জন্য দুদিন জেল খাটতে হয়েছিল তাকে। দ্বিতীয়বার উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সাথে ঘর বাধলেও, সুখে সংসার করতে পারেননি।


এই প্রসঙ্গে ভাস্বর (Bhaswar Chatterjee) বলেন, “নবমিতা ঠকিয়েছে আমায়। মধুচন্দ্রিমায় গিয়ে আমাকে জানায়, অন্য কারও সঙ্গে ও সম্পর্কে আছে। বাড়ির চাপে আমাকে বিয়ে করতে বাধ্য হয়।” বছর দুয়েক আগে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের। মানুষ যত তাড়াতাড়ি প্রেমে পড়ে তার থেকেও বেশি তাড়াতাড়ি এই ঘর ভাঙ্গছে। ভালোবাসার উপর আস্থা রেখে দুবার বিয়ে করলেও, সম্পর্ক টেকেনি। বিবাহ জীবন সুখের না হওয়ায় ইন্ডাস্ট্রির অন্দরে তাকে শুনতে হয় তীর্যক মন্তব্য। ভাস্বরের কথায়, “আমার মনে হয় সত্যিটা বাইরে আসা দরকার। নয়তো যে কেউ এসে আঙুল তুলে যাচ্ছে। কেন হবে সেটা! যদিও ইন্ডাস্ট্রিতে আমার ঘনিষ্ঠ লোকজনেরা জানে কী হয়েছে জীবনে আমার ক্ষেত্রে। সকলের ঘরে-ঘরে গিয়ে বলা সম্ভব নয়। তাই আমার এ বার মুখ খোলা প্রয়োজন।”


ভাস্বরের প্রথম বিয়ে হয় ২০০৬ সালে। খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই বিয়ে হয়েছিল তাদের। তবে এ তাদের বিয়ের স্থায়িত্ব ছিল চার মাস। গোধূ নির্যাতনের মামলায় ফাঁসানো হয়েছিল ভাস্বরকে। ভাস্বরের (Bhaswar Chatterjee) জানান,” প্রথম স্ত্রী ছিলেন প্লাবনী মুখোপাধ্যায়। টালিগঞ্জের বাসিন্দা, তবে ইন্ডাস্ট্রির কেউ নন। বিয়ের তিন মাসের মাথায় আমি জানতে পারি, বাবা হতে চলেছি। সেই সময় আমি ‘বালি়গঞ্জ কোর্ট’ ছবির শুটিংয়ে লন্ডনে। স্বাভাবিক ভাবেই অদ্ভুত একটা আনন্দ হয়। তবে শুটিং সেরে ফিরে আসার পরই বুঝতে পারি, কোনও কিছুই আর আগের মতো নেই।”


অভিনেতা (Bhaswar Chatterjee) জানান, তাঁর স্ত্রী জানিয়েছিলেন তাকে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। যদিও বিয়ের আগে প্রথম স্ত্রীর বাড়ি গিয়ে কথা বলেছিলেন ভাস্বর। হঠাৎ কথা কাটাকাটির পর বাপের বাড়ি চলে গিয়ে বধু নির্যাতনের মামলা দায়ের করেন অভিনেতার বিরুদ্ধে। এজন্য দুদিন জেল খাটতে হয়েছিল ভাস্বরকে। ‌


ভাস্বরের (Bhaswar Chatterjee) কথায়, “আসলে সেই সময় ৪৯৮(এ) বিষয়টা কী, সেটাও জানতাম না। তখন তো বধূ নির্যাতনের মামলা হলে আগে ছেলেকে ধরে নিয়ে চলে যেত। মামলা কোর্টে উঠলে হাজিরা দিতে যেতে হত। শেষে মামলাটা আমি জিতে যাই। কিন্তু আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। যদিও কাজ পেতে সমস্যা হয়নি। তবু মনে হয় প্রথম বিয়েটা কলঙ্কের দাগ।”


প্রথম বিয়ে সাত বছর পর ফের বিয়ে করেন অভিনেতা। উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় কে নিজে পছন্দ করেই বিয়ে করেছিলেন। নবমিতার সাথে পরিচয় হয় ২০০৩ সালে। ২০১৩ সালে যখন দুজনে আঞ্চলিক সেন্সর বোর্ডের সদস্য। ছবি প্রিভিউ করতে গিয়ে ভালো লাগা তৈরি হয় তাদের। ভাস্বরের (Bhaswar Chatterjee) বলেছেন, “ভেবেছিলাম নবমিতাকে বিয়ে করলে স্থিরতা আসবে জীবনে। আমি বরাবর সন্তান সংসার করার মানুষ। তবে এ মধুচন্দ্রিমা গিয়ে প্রথম রাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছিল। বিশাখাপত্তা নামে মধুচন্দ্রিমায় গিয়ে নবমিতা জানান তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে আছেন। শুধুমাত্র বাড়ির চাপেই ভাস্বরকে বিয়ে করেছেন”।


এ প্রসঙ্গে ভাস্বর (Bhaswar Chatterjee) বলেছন, “আমি বলেছিলাম আগে বললে বিয়ে ভেঙে দিতাম। আমার সঙ্গে থাকতে রাজি হয়েছিল, তবে এর থেকে বেশি কিছু না তা স্পষ্ট জানিয়ে দিয়েছিল। তবে আমি বলেছিলাম ফিরে যেতে। কিন্তু ওর পরিবারের নাম থাকায় ও ফিরতে রাজি হয়নি। তখন থেকেই শুরু হলো অভিনয়। বড় ভুল করে ফেলেছিলাম।”


বিয়ের পর একাধিক অনুষ্ঠানে স্বামী স্ত্রী হিসেবে দেখা গেছে তাদেরকে তবে সে সবই ছিল অভিনয় জানিয়েছেন অভিনেতা। অভিনেতা (Bhaswar Chatterjee) জানান, “একটা সময় পরে আর আমার সাথে বাইরে যেতে রাজি হচ্ছিল না। বাইরে গেলেও কোথাও ছবি দেওয়া যাবে না এটাই ছিল শর্ত। সে শর্ত মেনে নিলেও বাবা মাকে ছেড়ে দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত আর মানতে পারিনি। “


অভিনেতা বলেন, “এই সময়টা গৌরব আমাকে বলেছিল,ভাস্বরদা, তুমি দিদিকে কম সময়ে এত কিছু দিয়ে ফেলেছ, যে অভ্যাস খারাপ করে দিয়েছ। তোমার কোথাও একটা রাশ টানা উচিত ছিল।” ভাস্বর (Bhaswar Chatterjee) বলেন, “ও আমাকে ভালো না বাসলেও আমি ওকে ভালবেসেছি তাই দিয়েছি। পরিবর্তে আমাকে সম্মান পর্যন্ত দিত না। ক্যামেরার সামনেও অনেকবার অসম্মান করেছে।”


অভিনেতা (Bhaswar Chatterjee) জানান, হঠাৎ একদিন নাকি নবমিতা জানান, “বিয়ে ভাঙতেই হবে। ভাই, বোনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে, ওরা সুখে আছে, আমাকেও ডিভোর্স দিতে হবে।” ২০১৯ সালে তারা বিবাহবিচ্ছেদের প্রস্তুতি শুরু করেন। অভিনেতা বলেন, ২০১৯ সালেই ওদের বাড়ির লক্ষ্মীপুজোতে যাওয়ার জন্য জোরাজুরি শুরু করে। তার পর কিছু সাংবাদিককে দিয়ে ফোনও করায় নবমিতা। পরের দিন শুনলাম ও আমাদের বিবাহবিচ্ছেদের খবরটা সকলকে জানিয়ে দিয়েছে।”


কোভিডের পর ২০২০ সালে বিবাহবিচ্ছেদ হয় ভাস্বর-নবমিতার। নবমিতার সঙ্গে ছবি পোস্ট করতেও দেখা যায় অভিনেতাকে। তবে ভাস্বরের কথায়, “এখনও যোগাযোগ আছে নবমিতার সঙ্গে। ও ফোন করে, আমি আর করি না। ওদের পরিবারের সবার সঙ্গে দেখা হয়।” অভিনেতা (Bhaswar Chatterjee) জানিয়েছেন, “নবমিতা পরে বলেছিল, ‘চলো নতুন করে কিছু ভাবি।’ তবে আমি আর চাই না।”


ভাস্বর (Bhaswar Chatterjee) আর বিয়ে করবেন না পরিষ্কার জানিয়ে দিয়েছেন সে কথা। তিনি বলেছেন, ” ইন্ডাস্ট্রিতে অনেকেই ভাবেন দুবারের বেশি বিয়ে করলে সেই খারাপ। তবে অন্দরের কাহিনিটা আলাদা। নবমিতা চলে যাওয়ার পর আত্মহত্যা করব ভেবেছিলাম। তবে শেষে নবমিতাকেই ধন্যবাদ জানালেন অভিনেতা। তিনি চলে যেতেই ভাস্বরের কাশ্মীরে যাতায়াত বাড়ে, এবং জীবনের অন্য একটা দিক খুঁজে পান তিনি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন